| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌমিতা আহমেদ মৌ
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
খুব কাঁদতে ইচ্ছা করে,
গলা ফাঁটিয়ে বলতে ইচ্ছা করে,
তোমাদের এই মিথ্যে পৃথিবীতে আমি ভালো নেই,
মুখের মিথ্যে হাসিকে ছুঁড়ে ফেলে
আমার খুব কাঁদতে ইচ্ছা করে।
আমার খুব বলতে ইচ্ছা করে
তোমাদের এই পৃথিবীর সব মিথ্যা,
সব ফাঁকি, সব খারাপ, সব নষ্ট
তোমাদের মুখোশের আড়ালে থাকা নষ্ট মুখগুলোকে
আমার টেনে বের করে আনতে ইচ্ছা করে।
তোমাদের মিথ্যার পাহাড়কে চুরমার করে দিয়ে
আমার গলা ফাঁটিয়ে কাঁদতে ইচ্ছা করে,
তোমাদের সহস্র বছরের নিয়মকে বুড়ো আংগুল দেখিয়ে,
আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
। আবোল তাবোল মনের কথা। মাথায় আসলো লিখলাম। ![]()
২|
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
এম মশিউর বলেছেন: কাঁদো বাঙালি কাঁদো!!!
তবে এই পৃথিবীর সব কিছু মিথ্যা না! বিশেষ করে মা-বাবা।।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ঐটা জানি। মা-বাবাকে বলি নাই, ওদেরকে বলছি।
৩|
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
এম মশিউর বলেছেন: ওদেরকে এড়িয়ে চলুন!
তাহলে আর কাঁদতে ইচ্ছে করবে না!
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ওরা তো সবখানে, সবজায়গায়। পুরো পৃথিবী জুড়েই ওরা। কিভাবে ওদের এড়িয়ে চলব বলুন??
৪|
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০
বশর সিদ্দিকী বলেছেন: কাদা কাটি ভালো মন হালকা হয়। আমি কেন যেনো কাদতে পারি না। খালি রাগ হয়।
ভাল লাগলো আপনার কবিতা।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি বেশি রাগতে পারি না। খুব বেশি রেগে গেলেই আপনা আপনিই কেঁদে ফেলি। রাগের লাস্ট স্টেপ আর কি।
৫|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬
শুঁটকি মাছ বলেছেন: খুব সুন্দর লিখেছো মৌ আপু!!!!!!!!!!!!
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: থ্যাংক ইউ আপু। ![]()
৬|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৩
একজন আরমান বলেছেন:
বেশ লিখেছেন মৌ।
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। ![]()
৭|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৬
তারছেড়া লিমন বলেছেন: যত কষ্টই হোক না কেন চিৎকার করে বলি বেঁচে আছি বহাল তবিয়তে।কবিতা ভাল হয়েছে++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
৮|
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১২
হাসান মাহবুব বলেছেন: এমন ইচ্ছাগুলো বাস্তবায়ন করা কঠিন।
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জ্বি , জানি। এইজন্যেই তো লিখলাম যে ইচ্ছা করে।
৯|
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।।
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
। কিন্তু সত্যি কথা বলি? আমার কিন্তু অতটা ভালো লাগেনি এটা।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯
ইখতামিন বলেছেন:
অনেক ভালো লেগেছে