![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
দিন শেষে জানি আমি একা,
তবুও কখনো কখনো ভালো লাগে এই শূণ্যতা,
সন্ধ্যায় ঘরে ফিরে
মোবাইলের রিং বাজে না,
রাত জেগে তোমার কথার জ্বালায়
রাতের ঘুমের বারোটাও আর বাজে না।
দিন শেষে বড় ভুগায় এই শূন্যতা,
জানিতো একা একা ভালো লাগে না,
রিকশার হুট খুলে ঘুরা হয় না,
একসাথে কোথাও বসে ঘন্টার পর ঘন্টা
কথা বলে বিকালকে সন্ধ্যা বানানো হয় না।
তবুও মাঝে মাঝে ভালো শূন্যতা,
একা একা কষ্ট নিয়ে
আলোহীন ঘরে নির্ঘুম রাত কাটানো,
রিকশায়, রাস্তায় দীর্ঘশ্বাস,
কারো আশায় চোখ মেলে রাখা,
কেনো জানি তবুও ভালো এই শুণ্যতা।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হাহাহা। ঠিক বুঝতে পারছি না কেমন আছি। আপনি ভালো আছেন তো?? :#>
২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০
শ্যাডো ডেভিল বলেছেন: শুণ্যতা আসলেই উপভোগ্য, যে হারিয়ে এটা ফিরে পায় সে-ই কেবল এর মর্ম বুঝতে পারে।
চমৎকার লেখনী।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। কিন্তু মাঝে মাঝে একটু খারাপ লাগে না?? মনে হয় না যে এই এত মানুষের মাঝে শুধু আমারই কেউ নেই???
৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৮
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।
১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: । সত্যি??
৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২০
শ্যাডো ডেভিল বলেছেন: অনেস্টলি, খারাপ লাগেনা। ঐ অনুভূতিটাই হারিয়ে ফেলেছি।
কিন্তু হ্যা, শুণ্যতা হারানোর আগে যখন শুণ্য ছিলাম তখন খারাপ লাগতো।
১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হুমম। বুঝলাম।
৭| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
একা একা কষ্ট নিয়ে
আলোহীন ঘরে নির্ঘুম রাত কাটানো,
রিকশায়, রাস্তায় দীর্ঘশ্বাস,
ধুর! আবার মন খারাপ হয়ে গেল!!
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: স্যরি। মন খারাপ করে দিতে চাইনি তো। :#>
৮| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৯
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা আপুনি!!
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ আপু
৯| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪
মহিদুল বেস্ট বলেছেন: Return to a 0.
ভাল লাগছে
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হুমম। ধন্যবাদ।
১০| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ২:১২
আবু শাকিল বলেছেন: এত ভাল কবিতা কিভাবে আসে ??
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ২:২৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ইহা একটি যা তা কবিতা। আর যা লিখি সবই থেকে আসে ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮
রাজ০০৭ বলেছেন: কেমন আছেন মৌমিতা