নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

"ভালো লাগে তোমাকে"

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

তোমার নিষ্পাপ চোখের দৃষ্টি ভালো লাগে,

সে দৃষ্টির প্রেমে পড়ি আমি বারেবার,

তোমার ছেলেমানুষী আদুরে কথা ভালো লাগে,

যে কথায় ভুলি আমি কষ্ট হাজার।

তোমার ভুবনভোলানো হাসি ভালো লাগে,

শত কষ্টের কথাও ভুলিয়ে দেয় যা,

তোমার খোঁচা খোঁচা দাঁড়ি ভালো লাগে,

স্পর্শ করতে চেয়েও পারিনা।

তোমার হেয়ালি ভালো লাগে,

ভালো লাগে তোমার অবহেলাও,

তোমাকে দূর থেকে ভালো লাগে,

কাছে না থেকে দেখাও।

তোমার ছবি ভালো লাগে,

তোমার মিছেমিছি কান্না ভালো লাগে,

তোমার সব ভালো লাগে,

যদিও বা তুমি আমার নও।



(**কবিতাটা উৎসর্গ করলাম আমার ভালোলাগার একজন মানুষকে।

ধন্যবাদ আপনাকে। আমার বুড়ো মনে একটু রং লাগাবার জন্য। **)

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০২

বশর সিদ্দিকী বলেছেন: ++

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। :)

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৫

বেঈমান আমি. বলেছেন: উৎসর্গ করার জন্যে ধন্যবাদ দিয়া ছোট করবো না। ;) B-)) :P

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১২

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ভাই , আমি কি এখন তার নাম জোরে করে বলে আপনার বেলুন ফুঁটো করে দিব বলেন?? বেলুন ফুটাতে আমার খুঊউব ভালো লাগে। B-)) B-)

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩

বেঈমান আমি. বলেছেন: সাহস থাকেল বলেন ;)

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমার বুড়ো মনে রঙিন স্বপ্ন দিয়েছেন আসিফ। কাজী আসিফ । অভিনেতা । অনেকদিন পর কোনো ছেলের হাসি দেখে হার্টবিট বাড়ার অনুভব পেয়েছি। মন্দ কি বলেন???

৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৬

আমি রিয়াদ বলেছেন: +++

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ আপনাকে । :)

৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
বুড়ো মনের ভিম্রতি কবিতা ভাল লাগল ;)

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। মনটা আশি বছরে চলে গিয়েছিল। এখন তেরোতে চলে এসেছে। :)

৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৫

আমি অপদার্থ বলেছেন:
উৎসর্গকারী কি আসলেই বেঈমান ??? ;)

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: না। উপরের কমেন্ট দেখেন। উৎসর্গ যাকে করেছি তার নাম বলে দিয়েছি।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৫

মামুন রশিদ বলেছেন: উৎসর্গ যারেই করেন কবিতা ভাল্লাগছে ।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ মামুন ভাইয়া। :)

৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগে তোমাকে" ভাল লেগেছে। সুন্দর কবিতা। :)

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ :) আমারও এটা লিখতে ভালো লেগেছে। :!> :)

৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

একজন আরমান বলেছেন:
তোমার হেয়ালি ভালো লাগে,
ভালো লাগে তোমার অবহেলাও,
তোমাকে দূর থেকে ভালো লাগে,
কাছে না থেকে দেখাও।



দারুণ।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ আরমান ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.