নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

"এমন না"

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

এমন না তোকে মনে পড়ে না,

কিন্তু মনে পড়লেই কি তোর কাছে যেতে হবে?

এমন না তোকে ভেবে কাঁদি না,

কিন্তু কাঁদলেই কি তা জানাতে হবে?

এমন না তোকে নিয়ে ভাবি না,

কিন্তু ভাবলেই কি তোকে ফোন করতে হবে?

এমন না তোকে স্বপ্নে দেখি না,

কিন্তু দেখলেই কি তোকে চাইতে হবে?

এমন না তোকে ছাড়া খুব ভালো আছি,

কিন্তু ভালো থাকার জন্যেই কি তোর সাথে থাকতে হবে?

এমন না আমি খুব সাহসী,

কিন্তু ভয় পেলেই কি তোর হাত ধরতে হবে?

এমন না একা থাকতে পারি,

কিন্তু পাশে কারো থাকতে হবে বলেই কি তোর পাশে থাকতে হবে?

এমন না আমি ভালোবাসিনা,

কিন্তু ভালোবাসলেই কি আর ঘর বাঁধতে হবে???

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১

বেঈমান আমি. বলেছেন: ঘর বাঁধতে হবে কি হবে না সেটা পরে দেখবো।আগে তো আসো। :(

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হাহাহা.... কোথায়??? =p~ :-P B-)) B-) :#)

২| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২

বেঈমান আমি. বলেছেন: যেখানে সে নিয়মিত আসতো।ব্লগে কি সব বলা যায়? ;)

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হাহাহা... এইতো ফান্দে ফেলায়ে দিলেন। এইটা কি আর একজনকে নিয়ে লিখছি??? প্রতিটা লাইন একেকজনকে নিয়ে লিখছি। এখন কতজনের জায়গায় যাবো??? হিহিহিহিহিহি.... =p~ =p~ =p~ =p~ =p~

৩| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

বেঈমান আমি. বলেছেন: আমিতো ভাবলাম আমারে নিয়া লিখছেন :(

আমি আগের ঠিকানায় আছি সময় করে এসো একদিন। ;) B-))

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: বেঈমান... আমি আপনাকে চিনি না। হাহাহাহা ...

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১১

মামুন রশিদ বলেছেন: এমন না আমি ভালোবাসিনা,
কিন্তু ভালোবাসলেই কি আর ঘর বাঁধতে হবে???


বাহ! বাহরে বাহ!

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: অনেক সমস্যা ঘর বাঁধায় । /:) /:) /:)

৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

একজন আরমান বলেছেন:
শেষের প্রশ্নতা দ্বিধায় ফেলে দিল। হয়তো ওটাই আমাদের সহজাত চাওয়া। কারণ ঘর বাধার মাধ্যমেই ভালোবাসার মানুষকে খুব কাছে পাওয়া যায়।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: সবাই তো চায় তার সাথে ঘর বাঁধতে। কিন্তু ঘর বাঁধা কি এতই সোজা?? তাহলে ব্রেকআপ, ডিভোর্স, সেপারেশন কেনো হয়?? ঘর বাঁধা এত সোজা না রে ভাই। :( :|

৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

বশর সিদ্দিকী বলেছেন: এমন না আমি ভালোবাসিনা,
কিন্তু ভালোবাসলেই কি আর ঘর বাঁধতে হবে???

:( :( :( :(

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :( :( :(

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :)

৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সোজা চললেই সোজা চলা যাই । এমনিতে আপনার কবিতা আমার ভাল লাগে। ভাল লিখেন ও আপনি। ভাল থাকবেন।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ভাইরে, দুনিয়ার পথ তো সোজা না। পথই যখন আঁকাবাঁকা, তখন সোজা যাবো কিভাবে??? ধন্যবাদ, আমি ভালো লিখি না ভাই, চেষ্টা করি লিখার। :)

৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৬

খেয়া ঘাট বলেছেন: খুউব সুন্দর লিখেছেন। চমৎকার একটা আবৃতি হবে।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ ভাইসাহেব। :)

১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: না ভালোবাসলেই ঘর বাঁধতেই হবে এমন কোনো কথা নেই। বিরহেও ভালোবাসা তাৎপর্য্যতা পায়।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এইতো , আপনি বুঝেছেন। আসলে মানুষ যা চায় , ভুল করে চায়, যা পায় তা চায় না। সমস্যা বড়ই জটিল। কারণ মানুষের মনটা জটিল। সরল না। :)

১১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭

আবু শাকিল বলেছেন: কবিতায় ত দেখছি লাইফটাকে পুরা কমপ্লিকেটেড বানাই ফেলচেন ???

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ইট ইজ। :)

১২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২

তামিম ইবনে আমান বলেছেন: সবাইকে ভালোবাসা যায়, সবাইকে নিয়ে ঘরবাধা যায় না :-P :-P :-P

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১২

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: নাহ। ঐ টা বলি নাই। বলছি ভালোবাসা হয়ে যায়। কিন্তু বিয়ে করার সময় আমাদের ফ্যামিলিরও একটা মতামত লাগে আর তাছাড়া অনেক ভালোবাসাই তো বিয়ে পর্যন্ত যায় না। কিন্তু সেটা কি ভালোবাসা না???

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

তামিম ইবনে আমান বলেছেন: এটাও আমি বলি। ভালোবাসাকে ঘরে এনে চাল-ডাল-তেল-নুনের সাথে মিক্স করার কোন দরকারই নেই।
শেষের কবিতা বইতে ছিল, একজন হবে মনের রানী একজন হবে ঘরের রানী :P

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: রবির মাথা খারাপ হয়ে গেছিল ঐটা লেখার সময়। যাই হোক, আপনার কথা ঠিক না। ভালোবাসা কিন্তু চাল, ডাল তেলের মধ্যেও হয়।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: সে ব্যাপারে আমার কোন অভিজ্ঞতা নেই। তাই নো কমেন্টস :P

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: বিয়ে করলেই হয়ে যাবে। ব্যাপার নাহ। :)

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১১

ইখতামিন বলেছেন:
এমন না তোকে আমি মিস করি না,
এমন না তোর বিরহে নির্ঘুম রাত জাগি না,
কিন্তু মিস করলেই কি তোকে তা বলতে হবে?

অসাধারণ হয়েছে কবিতাটা :)

০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। :) হুট করে লেখা কবিতা। বেশি গভীরতা নেই। :)

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

ইখতামিন বলেছেন:
অদেখা মন্তব্য (২) :P

০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: =p~ =p~

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫

অপ্রচলিত বলেছেন: এমন না অসাধারণ একটি কবিতা আমার ভালো লাগে নি,
তবে ভালো লাগলেই কি মন্তব্য করতে হবে?

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জ্বি না, করতে হবে না। :) =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.