নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

"তোকে বড় আপন লাগে"

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আমার নিঃসঙ্গ বিকেলের ঠান্ডা বাতাসের মত,

আকাশে উড়া লাল নীল ঘুড়ির মত,

পাশের বাড়ির পোষা কবুতরটার মত,

তোকেও বড় আপন লাগে।

তোর কথায় কথায় মাথা দুলানো,

তোর অবিন্যস্ত চুলের মাঝে তোর হাত বুলানো,

তোর খোঁচা খোঁচা দাঁড়ি গোঁফ,

সবই যেন আমার হাজার বছরের চেনা।

তোকে ঘেরা দুঃস্বপ্নগুলো,

তোর বিয়ের সানাইয়ের সুর,

তোর বউয়ের হাতের রাঙা মেহেদি,

আমার ভালোবাসাকে কমাতে পারে না।

তোর ঘরজুড়ে ফুলের সৌরভ,

তোর বউয়ের মুখের লজ্জার আভা,

তোর বিয়েবাড়ির লাল নীল আলো,

আমাকে তোর দূরে সরাতে পারে না।

তোর ঘরজুড়ে আনন্দের রেশটার মত,

তোর কোলে তোর পরীটার মতো,

আমার ঘরজুড়ে থাকা শুণ্যতার মতো,

তোকেও বড় আপন লাগে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ইখতামিন বলেছেন:
সরল বাক্যে অনেক সুন্দর কবিতা লিখেছেন
+

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। :)

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ বেশ !

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :#) :#) B-)) ..

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

গেরিলা রুমি বলেছেন: অনেক ভালো লাগলো আপু :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কমন পড়লো নাকি হালকা পাতলা?? B-)) :D B-)

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ । :) =p~

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

অথর্ব বোহেমিয়ান বলেছেন: +++++++

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :) ধন্যবাদ । :)

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

আবু শাকিল বলেছেন: এত ক্ষ্যাপা মেজাজ নিয়ে ভাল ই কবিতা লিখতে পারেন !!! কবিতায় পেলাচ দিলাম :-P '' তোর বিয়ের সানাইয়ের সুর,
তোর বউয়ের হাতের রাঙা মেহেদি,
আমার ভালোবাসাকে কমাতে পারে না।
তোর ঘরজুড়ে ফুলের সৌরভ,
তোর বউয়ের মুখের লজ্জার আভা,
তোর বিয়েবাড়ির লাল নীল আলো,
আমাকে তোর দূরে সরাতে পারে না।
তোর ঘরজুড়ে আনন্দের রেশটার মত,
তোর কোলে তোর পরীটার মতো,
আমার ঘরজুড়ে থাকা শুণ্যতার মতো,
তোকেও বড় আপন লাগে।

সাবধান !!! বেশি আপন ভাবার দরকার নাই।কবিতায় পরকিয়ার গন্ধ পাচ্ছি ...

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ক্ষ্যাপা তো কাজী নজরুলকেও বলা হতো। কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। কবিতায় পরকিয়া নাই। আমি এইসব খারঅ জিনিসকে উৎসাহ দেই না।
এইটা আপনি খুউব ভালো জানেন। কবিতায় আছে নিরব ভালোবাসা আর সত্যিকারের ভালোবাসা। এইটা অবশ্য আপনার মাথা দিয়ে যাবে না। তাই বলেও লাভ নাই। /:) /:) /:)

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যার নিজের সম্পর্কে নিজেরই কোন ধারনা নেই। সে এত সুন্দর করে কবিতা লেখে কেমন করে?



কবিতাটি অনেক সুন্দর হয়েছে।
পোষ্টে প্লাস। ++



ধন্যবাদ। ভালো থাকবেন।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ ভাই । :) আসলেই ধারণা নেই । নিজেকে খুঁজে বেড়াচ্ছি। কবিতাটা পুরোপুরিই হুট করে লেখা। সবসময়ই হুট করেই লেখা হয়। খুব বেশি গম্ভীর কিছু লিখতে পারি না। :)

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

আবু শাকিল বলেছেন: কবিতায় আছে নিরব ভালোবাসা আর সত্যিকারের ভালোবাসা। এইটা অবশ্য আপনার মাথা দিয়ে যাবে না। তাই বলেও লাভ নাই।
আসলেই তাই...দেখি আমিও কবিতা লিখতে পারি কিনা।প্লিজ দেখেন ত কেমন হয়েছে-

ভালবাসা পাইনি যত টুকু চেয়েছি।।
থাকতে চেয়েছিলাম...
সে যেভাবে আমায় রাখবে !!
ততদিনে সে বোঝে গেছে
অভাগা দের যে কোথায়ও যায়গা হবে না।
এখন যাই না আর
নিরব ভালোবাসা ,সত্যিকারের ভালোবাসা খোঁজতে ।
তবুও ভালবাসা খুজি,একটু অন্যভাবে
ভালবাসা পাই,তোমাদের জ্বালালিয়ে ,পুড়িয়ে ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: দুই একটা প্রিন্টিং মিসটেক আছে। ব্যাপার নাহ। কিন্তু এটা কবিতার থেকে বেশি লাগছে বাংলা সিনেমার ডায়লগ। যদিও আমি সমালোচক না। কারণ আমার নিজের জ্ঞানের পরিসীমা অনেক কম। কোনো ভালো সমালোচককে দেখান । উনিই ভালো বলতে পারবেন।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

পেন্সিল চোর বলেছেন: তোকেও অনেক আপন লাগে পেন্সিল চোরের কাছে......
B-)) B-)) B-))

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: থ্যাংকু পেন্সিল চোর। ;) B-)) B-)

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

sunny09 বলেছেন: অনুভূতিগুলো সত্য মনে হল।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: নাহ, পুরোটাই কাল্পনিক!!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.