![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
আমার হাজার হাসির ভিড়ে অনেক মন খারাপের মেলা,
কেউ দেখলো না,
আমার অনেক কথার মাঝে অনেক বিষাদের ছড়াছড়ি,
কেউ জানলো না,
আমার বেসুরো গলার হাজার গানে অনেক অশ্রু,
কেউ বুঝলো না,
আমার দুরন্তপনার এত্তসব মুহুর্তের মাঝে মিশে থাকা বেদনা,
কেউ ভাবলো না,
অনেক স্বপ্নের গল্পের মাঝে আমার শুণ্যতার হাহাকার,
কেউ শুনলো না,
আমার উপরের এই এ্ত্ত সুখি আমির মাঝে,
অনেক দুঃখী এই আমাকে,
কেউ ভুলেও স্পর্শ করলো না,
আমার হাজারো রূপের মাঝে এই আসল আমি,
কেউ চিনলো না।
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২২
রাবার বলেছেন: অনেক স্বপ্নের গল্পের মাঝে আমার শুণ্যতার হাহাকার,
কেউ শুনলো না,
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হুমমম...
৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়লাম -- ভাল লাগলো। সুন্দর করে উপস্থাপনা করেছেন
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ... আসলে অনেক দিন কিছুই লেখা হয়নি.. কেন জানি কিছুই লিখতে পারছিলাম না.. আজকে হুট করে মাথায় কয়েকটা লাইন ঘুরছিলো... লিখে ফেললাম।
৪| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪০
ভাঙা মাউস বলেছেন: নিজের মাঝেই বিজ্ঞ যিনি,তাহার অপরের দরকার পড়েনা।।
তাই কেউ বুঝতে চায়না।
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হয়তো... কিন্তু বোঝার মতো কাউকে না পেয়ে শেষ পর্যন্ত কাউকে কাউকে জোর করেই বিজ্ঞ হয়ে যেতে হয়...
৫| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৯
সাজিদ উল হক আবির বলেছেন: মৌমিতা , আপনার কবিতাগুলো সুন্দর হয় বরাবরই।
শুভেচ্ছা নেবেন।
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ.. সুন্দর হয় কিনা জানিনা... মনের মাঝে যা আসে তাই লিখে ফেলি..
৬| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯
পার্থ সুমিত ভট্টাচার্য্য বলেছেন: সহজরকম সুন্দর একটা কবিতা ... বুঝতে কোনো অসুবিধা হয় নাই যে এটা সুন্দর ... ধন্যবাদ আপনাকে... আরও লিখুন
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ পার্থ আপনাকে।
৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ ... অনেক দিন পর লিখলাম...
৮| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
কেউ না তবে কে ?
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: সেটাই সেই কবে থেকে কারো অপেক্ষায় যে আছি!!!!
৯| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২
সুমন কর বলেছেন: আমার মাঝে আমি হারালাম
কেউ দেখল না......
ভাল লাগল।
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ
১০| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৬
আমি ইহতিব বলেছেন: ভালো লিখেছেন।
আমার ভেতরের আমিকে কেউ দেখেনা চেনেনা।
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ঠিক বলেছেন...
১১| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৩
হাসান মাহবুব বলেছেন: আমার এত্ত সুন্দর কবিতাটায়
কেউ প্লাস দিলো না (আমি দিছি!)
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
১২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৭
আবু শাকিল বলেছেন: দারুন লিখেছেন ।
আপনার কবিতায়, না পাওয়া,বিরহ,কাতরতা বেশি থাকে কে জানতে মুঞ্ছায় ??
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: বলা যাবে না!!!!
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৩
সকাল রয় বলেছেন:
সুন্দর সরল অঙ্কের কবিতা