![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
ঝড়ো হাওয়ার মতো আগমন চাই,
ঝুম বৃষ্টির মতো আবেগের বর্ষণ চাই,
উত্তাল সমুদ্রের ঝড়ের মতো একগাদা আকর্ষণ চাই,
হুটহাট হাত ধরে টেনে ধরা চাই,
অকারণে বারবার মিসকল চাই,
ঘুম থেকে উঠে একগাদা মিষ্টি হাসি চাই,
পড়ার ফাঁকে অকারণে তোর পাঠানো ক্ষুদেবার্তা চাই,
বিকেলে রিকশা নিয়ে সারা শহর চক্কর মারা চাই,
সন্ধ্যায় বাসায় ফেরার কথা বলতেই তোর চোখে পানি আসা চাই,
হাতটা শক্ত করে ধরে তোর ছেলেমানুষী আব্দার চাই,
রাতে ঘুমানোর সময় তোর একগাদা ভালোবাসার কথা চাই,
সব চাই সব.....
এতটুকুও কম না, সব বেশি বেশি চাই!!!!
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হুমমমম... নো কম্প্রোমাইজ!!!!
২| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫
রাসেল_ফেণী বলেছেন: আমারও চাই
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কি কি???? লিস্ট করে ফেলেন...
৩| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সব চাই সব ---- বাহ্ বেশ -- সব চাওয়া পূরণ হোক ---
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ
৪| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন:
আরো মিষ্টি মিষ্টি ভাল কবিতা চাই
তাহলেই সব পাবে যা চাও তুমি
ভাল কবিতা। ধন্যবাদ আপনাকে। ভার থাকবেন।
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধুর ... কবিতা লিখে কিছুই পাওয়া যায় না... পাইলে অনেক আগেই পাইতাম...
৫| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগারদের ভালবাসা ও কি পান নি?
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এইতো দিলেন পেচগি মাইরা... হুমমম.. ঐটা তো পাইছি!!!! লুকিং ফর মোর!!!! আমার বেশি বেশি লাগে সবকিছু!!!!
৬| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০
উদদিন বলেছেন: যা চেয়েছ সব দিবো , দিবো আরো বেশী , তার আগে কথা দাও "ভালোবাস-বে ! চাই-না প্রেম ! চাই শুধু "ভালোবাসা" ! দি-ে-ব .....?
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: উদদিন ভাই, খুবই সুন্দর হয়েছে!!! কবিতাটা পুরোটা লিখে ব্লগে পোস্ট করে দেন ..। ঠিক আছে??
৭| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০
আমিনুর রহমান বলেছেন:
পড়তে বেশ লাগলো
২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!
৮| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবির সকল র্র্ চাই র্ এর পুনর্তা চাই ।
কবিতা ভাল হয়েছে ।
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: মাথার উপর দিয়ে গেছে!!!
৯| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: পাবেন, পাবেন, আর কিছু সময় অপেক্ষা করুন, পাবেন।
সবুরে মেওয়া ফলে, যদিও আপনার অপেক্ষার সয়মটা অনেক বেশী হয়ে গিয়েছে। শুভ কমনা।
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমার মেওয়াটা মনে হয় অনেক বড় আকৃতির!!! এই জন্যে একটু বেশি টাইম নিচ্ছে!!!!
১০| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩
কলমের কালি শেষ বলেছেন: বেশী বেশী পেতে হলে বেশী বেশী দিতেও হয়...।
কবিতায় ভালোলাগা রইল ।
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কি দিব???? একটু সাজেশন পেলে খারাপ হতো না!!!!
১১| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২
সোহেল মাহমুদ বলেছেন: সব চাই সব.....
এতটুকুও কম না, সব বেশি বেশি চাই!!!!
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জ্বি....
১২| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৭
হাসান মাহবুব বলেছেন: এই কবিতায় লাইক দিতে চাই!
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: দিয়ে ফেলেন!!
১৩| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৬
মামুন রশিদ বলেছেন: হুম, সবটুকু চাই ।
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হুম হুম!!!!!
১৪| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০
একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ!!!!
১৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কোন কিছু বাদ দেওন যাইতো না । সব চাই,চাই............
চমৎকার কবিতা++++
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ!!! সবাই বলে মেয়েদের নাকি অনেক চাহিদা!!! মেয়ে বলে কথা!!! সব চাই!!!
১৬| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৫
সুমন কর বলেছেন: ভাল লাগল।
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ!!
১৭| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনার বেশি বেশি চাওয়া পূরণ হোক ।
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ
১৮| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০০
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
ইয়ে মানে আপনার মোবাইল নম্বরটা চাই। এস এম এস দিতে চাই। কল করতে চাই।
আর কবিতায় লাইক দিতে তো চাই ই।
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কবিতায় লাইক দেন ভাই। প্রবলেম নাই!!! কিন্তু মোবাইল নাম্বারটা যে দেওয়া যাবে না!!!
১৯| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৫
সরকার কুমার বলেছেন: কবিতাটা পড়ে অনেক ভালো লাগল।আশা করি আরও পাবো।শুভকামনা রইলো।
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ!!! জ্বি, চেষ্টা করব।
২০| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৪০
রোমেল আশরাফ বলেছেন: আমরা এমন লেখা আরো বেশি বেশি চাই :p
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ!!! চেষ্টা করবো!!!
২১| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৩
রোমেল আশরাফ বলেছেন: নিভুতি কয়,
আমি ছাড়,
আমার আমার ত্যাগ করো,
ত্যাগের মাঝে ভোগ করো।
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কিছুই কিন্তু বুঝলাম না!!!!
২২| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২
মনসুর আলী বলেছেন: r o valo hote hobe apo
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: বুঝলাম ভাইয়া, কিন্তু আপনার ডিপি দেখে কিন্তু অনেক ভয় পাইছি!!!
২৩| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬
উদদিন বলেছেন: মেয়েরা এতো নিখুত ও কোমল করে হিট করতে পারে তা"আগে জানতাম-না তো !
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এখন জানলেন। তাই না??
২৪| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৩
কলমের কালি শেষ বলেছেন: আপনি যা যা বেশী বেশী চেয়েছেন ঠিক তাই তাই আপনাকেও বেশী বেশী দিতে হবে....
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হিহিহি... আমি কি দিব না দিব তা তো উনাকে চেয়ে নিতে হবে!!! তাই না??
২৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
কলমের কালি শেষ বলেছেন: হুম তাইতো বললাম...উনি কখন কি চেয়ে বসে তার তো কোন ঠিক নেই তাই আগে থেকেই নিজের কলিজাখান বড় রাখা জরুরী যাতে চাওয়ামাত্র দিতে সমস্যা না হয় ।...
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: সঠিক মানুষের জন্য জীবন দিতেও সমস্যা নাই!!! মাগার ভুল মানুষের জন্য না!!!!!
২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৬
আবু শাকিল বলেছেন: উপ্রে আমার সব প্রিয় ব্লগার ভাইয়া দের জন্য প্রতিদিন একটা করে কবিতা চাই সাথে ঝুম বৃষ্টির মতো আবেগের বর্ষণ চাই।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হিহিহি... চেষ্টা করবো।
২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: ভাল লাগল!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। আসলেই কি আপনি ইনসোমনিয়াক নাকি এমনি এটা শুধু নামে!!!?? আমি একসময় ইনসোমনিয়াক ছিলাম তো!!!!
২৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২
নাঈম বলেছেন: সুন্দর নির্ঝঞ্চাট চাওয়া, কিন্তু জীবনটা কি সবসময় এত সুন্দর আর নির্ঝঞ্চাট হয়?
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: না ..... হয় না......
২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখনী +
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ...
৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭
শাবা বলেছেন: তেমন কিছুই চাই না আমি...
চাই শুধু মানবতার জয়গান
অমানুষের মিছিলে মানুষ চাই
কঠিনের মাঝে সহজেরে চাই
আকাশ হৃদয়ী প্রিয়জন চাই
চাওয়ার মাঝে পাওয়া চাই
পাওয়ার মত কাজ চাই
আর
আলো নিভু নিভু ভালোবাসা চাই
প্রাপ্তির বেলায় শূণ্য ঠেকাই......
ধন্যবাদ, সুন্দর আবেগময়ী শব্দমালার জন্য।
আসলে চাওয়ার তাে শেষ নেই, কেবল প্রাপ্তিই সীমাবদ্ধ।এখানেই মানব সত্বার দুর্বলতা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ.... আপনার শব্দের ভেলাতে আমার মত কবির ব্লগ ভাসানোর জন্য!!!!
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা
বেশ লিখেছেন।
সব চাই সব.....
এতটুকুও কম না, সব বেশি বেশি চাই!!!!