নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

"প্রলাপ... পাগলের প্রলাপ!!!"

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৮

হয়তো সবকিছু ঠিক থাকতো...
হয়তো আমরা সুখিও হতাম...
কিন্তু তোর ভালোবাসা তো আমাকে কবিতা দিতে পারেনি,
আমার মনের ভিতরের অসংখ্য দরজাকে খুলে দিতে পারেনি,
তোর ভালোবাসাতো আমাকে পাগল করতে পারেনি।
হয়তো তুই আমাকে রানীর মত রাখতি,
কিন্তু আমি তো বনের পাখি,
খাঁচার মাঝে কি আমাকে মানায়?
তোর ভালোবাসা আমাকে যা দেয়নি
তোর চলে যাওয়া আমাকে দিয়েছে,
খাতা ভর্তি কবিতা , রাতভর ঘুম,
অসময়ের বিষন্নতা আরো অনেক কিছু....


(Inspiration- এর অভাব!!!! :( :'( কবিতা আসতেছে না মাথায়... কাল বিকেলে ঘুম ভেংগে এই এলোমেলো লাইংুলা মাথায় আসলো.. কিন্তু আজকে লিখলাম.. এসব এলোমেলো লাইন ধরে রাখি.. কবিতার খরায় আছি যখন, এইটুকুও অনেক!!!! :( )

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

নুর ইসলাম রফিক বলেছেন: আমি তো বনের পাখি,
খাঁচার মাঝে কি আমাকে মানায়?



সত্যি অসাধারণ

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ভালো লেগেছে??? যদিও এটার ফলাফল খুব বেশি ভালো না!!! =p~ =p~ ধন্যবাদ!!

২| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: কবিতার খড়া কেটে সুদিপ্ত উজ্জল আলোটুকু উৎভাসিত হোক আপন সৌরভে।


আরো, আরো ভাল কবিতা নিয়মিত চাই। হারিয়ে যাওয়া কোন সুযোগ নাই।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হুমমম... কিন্তু শুন্য মনে কি কবিতা আসে??? চেষ্টা করছি তাও!!! :)

৩| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোর চলে যাওয়া আমাকে দিয়েছে,
খাতা ভর্তি কবিতা , রাতভর ঘুম,
অসময়ের বিষন্নতা আরো অনেক কিছু....
চলে যাওয়া র পজেটিভ দিক ?
ভলোইতো !
কাব্য খরা কেটে যাক মৃদুল বর্ষনে ।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হুমমমম... কিছুতো পজিটিভ দিক আছেই!!! ধন্যবাদ.. কিছুই লিখতে পারছি না, ভাবতেই খারাপ লাগে!!!

৪| ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক কষ্ট পেলে নাকি কবিতা সে শুনেছিলাম , ট্রাই করে দেখতে পারেন :-0

আপনার জন্য শুভকামনা রইল অনেক :)

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:২৭

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: সমস্যা হলো যে আমার এখন কষ্ট ও নাই, সুখ ও নাই!!! তাই কবিতাও নাই!!!! /:) /:) /:)

৫| ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: *আসে

৬| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

নাঈম বলেছেন: বিষন্নতাভরা হাহাকারের গল্প........ভাল হয়েছে।

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: B-)) ধন্যবাদ!!!

৭| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৬

কলমের কালি শেষ বলেছেন: পাগলের প্রলাপ । পড়ে পাগল হলাম । :D

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: B-)) B-)) B-)) ধন্যবাদ!!!

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯

মামুন রশিদ বলেছেন: চোখ বুজে চুপটি করে থাকুন, কবিতা লেখার কোন চাপ নিজের মাঝে নিবেন না । সময় হলেই দেখবেন ঝর্ণাধারার মত নেনে আসছে কবিতারা, কুলকুল রবে ।


শুভকামনা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হাহাহাহা.... ঐ জন্যে না.... ব্লগে মাঝে মাঝে আসি.... নিজের লেখা পড়ি... ভাবি.. দুঃখ হয় ভাই... মনে হয় জীবনটা ফাঁকা!!!! চাপ নিয়ে লিখি না... খালি মনে হয় যখন আমার ভিতরে কোনো কিছুই থাকে না তখন আমি লিখতে পারি না... না লিখতে পারলে মনে হয় আমি মানুষ না.. রোবট!!! ইমোশনলেস রোবট!!! :(

৯| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

সুমন কর বলেছেন: কবিতা যখন অাসার তখন এমনিই অাসবে। জোড় করে নয়।

পাগলের প্রলাপ পড়ে গেলাম।

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ.... কিন্তু যা বললেন সেটার ফলাফল হলো আমি ১ মাসের উপর হলো ব্লগে আসি না... মাথা ফাঁকা, ব্লগও ফাঁকা... =p~ =p~ =p~ =p~

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

তাওহিদ হিমু বলেছেন: খারাপ না

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হয়তো!!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.