নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

ঘোর

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

একটা অদ্ভুত ঘোরের মাঝে চলছে জীবন,
ঘুম ভেঙে সকালের রোদটাকে অবাস্তব লাগে,
চায়ের কাপে চুমুক দিয়ে বাইরে তাকাই,
কোথায় বাস্তবতা,
এটা কি স্বপ্ন নাকি সত্যিই এতটা কঠিন জীবন?
অনেক আশায় থাকি যে হঠাৎ চায়ের কাপটা ভেঙে যাবে,
আর আমার স্বপ্নের ঘোর কেটে যাবে,
আবার আমি হাসব সারাদিন।
হয়তো একদিন ভাঙবে কাপটা,
হয়তো একদিন সব ঘোর কাটবে,
হয়তো সেদিন আবার সবকিছু আগের মতো হয়ে যাবে,
জানিনা সেই দিন আসবে কিনা,
নাকি সেই দিন খুঁজতে গিয়ে আমিই একদিন হারিয়ে যাব,
এই ঘোরলাগা দিনগুলোর মাঝে।


*** অনেকদিন পর কিছু লেখার চেষ্টা করলাম। ভিতরে যা চলছে তা লেখার মত সামর্থ্য নেই, তবুও একটা ছোট্ট চেষ্টা!!***

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

শায়মা বলেছেন: অনেকদিন পর তোমার কবিতা মৌমিতামনি!!!!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জ্বি আপু। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তাই আসাও হয় না ব্লগে , আর কবিতার কথা তো বাদই দিলাম!!! :)

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

আবু শাকিল বলেছেন: অনেক দিন আসলেন!!
কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।
ভাল থাকবেন।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

আবু শাকিল বলেছেন: অনেক দিন ব্লগে আপ্নার লেখা পেলাম।
উপরের মন্তব্যে ভূলবসত "অনেক দিন পর আসলেন লিখে ফেলেছি।
মাফ করবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ব্যাপার না... একই অর্থ দুইটার!!! ধন্যবাদ!!

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: ছোট্ট প্রচেষ্টায় ছোট করে ভালো লাগা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ!!! :)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা রইলো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ!!! :)

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

তুষার কাব্য বলেছেন: হয়তো সেদিন আবার সবকিছু আগের মতো হয়ে যাবে

আমরাও সেই অপেক্ষায়...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হুমমমমম... অনেক প্রত্যাশিত একটা দিন সেই দিন!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.