নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

যতদিন তোমাকে না পাব

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

আমি পৃথিবীর পর পৃথিবী খুঁজে যাব- শুধু তোমাকে,
না পেলে আবারো জন্ম নিব।
সহস্রের পর সহস্র বছর পেরোবে,
তবু ক্লান্ত হব না, থামবো না,
তোমাকে খুঁজেই তবে থামবো।
হয়তো নাও পেতে পারি,
এ জন্মে, ও জন্মে, তারপরের জন্মে,
তবু জন্ম থেকে জন্মান্তরে তোমাকেই খুঁজে যাব।
চিনে নিব জানি যে বেশেই থাকো না কেনো,
চিনতে ভুল হবে না তোমাকে জানি।
ভালবেসে যাবো জন্ম থেকে জন্মান্তরে তোমাকেই আমি
জন্ম নিব বারংবার- যতদিন তোমাকে না পাবো।



** অনেক দিন পর লিখলাম কবিতা। এই মুভির এই লাইন টা মাথায় গেঁথে গেছে। এই লাইনই এই কবিতার প্রেরণা। মুভির নাম- 47 Ronin **


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

রায়হানুল এফ রাজ বলেছেন: এত ভালোবাসা??? আপনার ভালোবাসার জন্য শুভকামনা।

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমার কোনো ভালবাসা নাই! কবিতাটা সম্পূর্ণ কাল্পনিক! মুভির লাইনটা আমাকে ইন্সপায়ার করেছে! ব্যক্তিগত জীবনে আমি একজন ভালবাসাবিমুখ মানুষ। ধন্যবাদ।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

ডঃ এম এ আলী বলেছেন: 47 Ronin এর ভাবধারায় রচিত কবিতাটি খুব সুন্দর হয়েছে । 47 Ronin মুলত ১৮ শতকের জাপানী লিগেন্ড Akō ঘটনা হিসেবেই পরিচিত যেখানে নেতাহীন সামুরাই তাদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে । প্রখ্যাত জাপানীজ পন্ডিত একে samurai code of honor এর সর্বোত্তম উদাহরণ ও দেশটির national legend হিসাবে অভিহিত করেছেন । ঘটনার ইতিহাস ও পরিনতি বেশ লম্বা ও পরিনতিও করুন ।
জাপানের Sengaku-ji তে 47 Ronin এর কবরস্থানটিও দেখার মত ।


সুন্দর এই কবিতাটির মাধ্যমে 47 Ronin এর বিষয়ে কিছুটা স্মৃতি চারনের সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল ।

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি মুভিটা দেখার আগে এই কাহিনী জানতাম না, দেখার পর জেনেছি। মুভির কিছু মুহূর্ত অসাধারণ ছিল। তার মাঝে একটি লাইন মাথায় গেঁথে গিয়েছিল! মুভিটা বারবার দেখতে ইচ্ছা না করলেও এই দৃশ্যটা দেখতে ইচ্ছা করে। আপনাকেও শুভেচ্ছা। :)

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

ধ্রুবক আলো বলেছেন: মন থেকে খুজলে অবশ্যই পাওয়া যায়।
ভালোবাসা বেঁচে থাকুক,
লেখাখানি খুবই ভালো লাগলো+++
শুভ কামনা....

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: যারা খুঁজছেন তাদের জন্য উৎসর্গ করলাম। ধন্যবাদ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

ঋতো আহমেদ বলেছেন: Google এ search দিন । তারাতারি পেয়ে যাবেন ।

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি তো খুঁজছি না। আপনি খুঁজে থাকলে আপনি দিন। ধন্যবাদ। :)

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটি আগেই পড়েছি। ভাল লেগেছে পুরোটাই! শুভকামনা !

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ! :)

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩

এফ.কে আশিক বলেছেন: দারুণ লিখেছেন.....

অফেক্ষার ক্ষন ফুড়িয়ে আসুক একটু একটু করে
খুজে ফিরা পাখিটা আপন খাঁচায় বন্ধী হোক আপন ইচ্ছেয়.....।।

শুভ কামনা কবি...

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আপনাকেও শুভকামনা! :)

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৩

একজন সত্যিকার হিমু বলেছেন: এতো ভালবাসাও মানুষের মনে থাকে ! ঈর্ষা হয় খুব সেই ভাগ্যবানের কথা ভেবে ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: To be truthful, আমার ও হিংসা হয়! আর কবিতার অনুপ্রেরণা ভালোবাসা না, একটা মুভির দুইটা লাইন। তাই হিংসা করার দরকার নাই। বাস্তবে এ ধরনের ভালবাসা বিরল।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা মানেই হৃদয়ের কথন। উপমা যেখানের ই হোকনা কেন তাই নয়কি?
কবিরা অতি চালাক হয় তাই নিজেকে ঢাকে শব্ধের বেড়াজালে ,তাই কেহ খুজে নিতে পারে আবার কেহ পারে না। কবিতার অন্তমিল কোন এক লাইনে অথবার কোন এক শব্ধে।
ভাল লাগা অফুরান।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.