নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েমাজােম্মলরক্স

েমাজােম্মলরক্স › বিস্তারিত পোস্টঃ

জানা অজানা

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২২

► ঘুম এবং স্বপ্ন নিয়ে কিছু জানা-অজানা কিছু তথ্য:

• যারা স্বপ্ন মনে রাখতে পারেন না তাদের

ধারণা তারা স্বপ্ন দেখে না।

আসলে প্রত্যেকে স্বপ্ন দেখে।

• ঘুম ভেঙ্গে যাবার ৫ মিনিট পর স্বপ্নের অর্ধেক

স্মৃতি লোপ পায়। দশ মিনিট পর স্বপ্নের ৯০ ভাগ

লোপ পায়। স্বপ্ন লিখে রাখুন

যদি আপনি মনে রাখতে চান।

• কিছু লোক (প্রায় ১২ ভাগ) সাদা কালো স্বপ্ন

দেখে যখন অন্যরা (বাকি ৮৮ ভাগ) রঙিন স্বপ্ন

দেখে।

• স্বপ্ন হচ্ছে দৃশ্যমান কোনো বস্তু

অপেক্ষা বেশি কিছু এবং অন্ধ লোকও স্বপ্ন দেখে।

অন্ধ

লোকটি স্বপ্নে ছবি দেখতে পারে কি না তা নির্ভর

করে তারা জন্মকালীন অন্ধ বা জন্মের পর

দৃষ্টিশক্তি হারিয়েছে কি না তার ওপর।

• স্বপ্ন চলতে থাকার সময় যদি আপনি জেগে যান

তবে আপনি সারা রাত ঘুমালে স্বপ্ন যেটুকু

মনে রাখতে পারতেন

তা অপেক্ষা বেশি মনে রাখতে পারবেন।

• জাপানের গবেষকরা আবিষ্কার করেছেন এমন এক

যন্ত্র যা মনের চিন্তাভাবনার চিত্র

দেখতে এমনকি স্বপ্নকে ভিডিও চিত্রের

মাধ্যমে দেখাতে সক্ষম।

• কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ

হচ্ছে সে স্বপ্ন দেখছে না!!

• একজন নরমাল মানুষ এক বছরে ১৪৬০টিরও

বেশি স্বপ্ন দেখেন!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বপ্ন নিয়ে অনেক তথ্য জানা হলো । +++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.