![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ জাতীয় কবি, বিদ্রোহী কবি , তারুণ্যের কবি, যৌবনের পূজারী কবি, ইসলাম অগ্রণী বাঙালি কবি, বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক কাজী নজরুল ইসলাম এর ৩৭তম মৃত্যুবার্ষিকী ।
জাতীয় কবির প্রয়ান দিবসে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। সম্মান ও মর্যাদার উপর শ্রদ্ধা জ্ঞাপন করছি ।
বল বীর, বল উন্নত মম শীর
শির নেহারি নত শির ঐ শিখর হিমাদ্রির।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০
েমাজােম্মলরক্স বলেছেন: thanks
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
সিফাত৬৯ বলেছেন: হারানো হিয়া
কম্পোজিশন:পলাশ এন্ড ফ্রেন্ডস
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি ।
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলীণ ফুলদ্বয়
বৃথাই সেথা হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবসযামী ।
এলে অবেলায় পথিক বেভুল
বিদিছে কাটা নাহি পাবে ফুল
কি দিয়ে বরণ করি ও চরণ
নিভিছে জীবন জীবনস্বামী ।
বিঃদ্রঃ জাতীয় কবি'র প্রতি গভীর শ্রদ্ধ্যা আর ভালোবাসা এবং তাঁকে সম্মান জানিয়ে আমরা গানটি করেছি।আমরা আমাদের ঘরানাকে ঠিক রেখে গানটি চেষ্টা করেছি মাত্র।যারা নজরুল গীতি পছন্দ করেন কিংবা চর্চা করেন তাঁদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি,যদি কোনো ভূল থেকে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকবেন।
-পলাশ এন্ড ফ্রেন্ডস
ডাউনলোড করুন