![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যান্ডেলাকে শ্রদ্ধা :-- রইল মনে প্রার্থনা আর শ্রদ্ধা টুকু বুকে যাক যেখানেই আত্মা তোমার থাকে যেন সুখে। তোমার স্মৃতি তোমার কর্ম থাকবে সবার বক্ষে এই ধরনীর সব কালোদের মন কুঠিরের কক্ষে। কাঁদালে তুমি, করেছ নিঃস্ব তোমার প্রস্থানে দেখো চেয়ে তুমি কালোদের মুখ লাশ কাঁধে উঠানে। কাঁদছে ওরা হারিয়ে আপন যে ছিল পথিকৃত প্রার্থনা করে তোমার তরে গেয়ে স্রষ্টার গীত।
©somewhere in net ltd.