![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশাল উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহন চলছে। প্রিজাইডিং অফিসাররা চা-বিস্কিট খেয়ে ভোটারের অপেক্ষায় বসে আছেন। টিভি-ক্যামেরা/সাংবাদিকরা দাঁড়িয়ে আছেন ভোটারের অপেক্ষায়। অবশেষে তাদের মনে আশার আলোর সঞ্চার হলো একটি মহিলা ভোটারকে গুটিগুটি পায়ে ভোটকেন্দ্রের দিকে এগিয়ে আসতে দেখে। সব দৌড়ে গেল তার দিকে। প্রিজাইডিং অফিসার মুচকি হেসে ব্যালট রেডি করতে লাগলেন। সাংবাদিকরা সেই মহিলা ভোটারকে জিজ্ঞাস করলেন, কেমন লাগছে ভোট দিতে এসে? মহিলা ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে জবাব দিলো, ইয়াল্লাগো! ভুট কেডায় দিবো। আমি তো স্কুলের টয়লেট পরিষ্কার করতে আইছি!
©somewhere in net ltd.