নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েমাজােম্মলরক্স

েমাজােম্মলরক্স › বিস্তারিত পোস্টঃ

জানা অজানা

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

জ্ঞানের তিনটি স্তরঃ



১. যে প্রথম স্তরে প্রবেশ করবে, সে অহংকারী

হয়ে উঠবে, যেন সব কিছুই সে জেনে ফেলেছে ।



২. দ্বিতীয় স্তরে প্রবেশ করার পর

সে বিনয়ী হবে।



৩. আর তৃতীয় স্তরে প্রবেশ করার পর সে

নিজের অজ্ঞতা উপলদ্ধি করতে পারবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: 御嶽山!素敵ですね♪ヽ(´▽`)/

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার।অসাধারণ লাগলো ।

আমি এ ব্যাপার জানি। সেটা হলো জানা আর জানানোর নাম হলো শিক্ষা। বা জ্ঞান। সাহাবী আজমাইনরা পরস্পরের কাছ থেকে শিক্ষা নিতেন। এজন্য কোন পোস্টে গেলে যখন অনেক কিছু জানি নিজের কিছু জানাও শেয়ার করি। নিজেকে জ্ঞানী প্রমান করার জন্য নয়।বরঞ্চ বলা যায় ঋণ পরিশোধ করা। গিভ এন্ড টেক :)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

এম এ কাশেম বলেছেন: জ্ঞানীরা বিনয়ী,
স্বল্প জ্ঞনীরা উদ্ধত অহংকারী,
অজ্ঞানীরা শুধু খায় দায় ঘুমায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.