নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারানোর গল্প
----------------মি. বিকেল
পৃথিবী ভাবছে সে হারিয়ে ফেলেছে
কত দিন , কত মাস , কত বছর , কত যুগ এবং কত শতাব্দী
দীর্ঘশাস ফেলে তাই সে বলে সব চলে গেছে।
সেই মানুষগুলো হারিয়ে গেছে
সেই সুন্দর মনগুলো হারিয়ে গেছে
এমনকি তাদের পদাঙ্ক।
সূর্য্যি মামাটা আর হাসেনা
ক্লান্ত বিকেলটা আজ তার পছন্দ হয়ে গেছে
তাইতো বারবার পূর্ব আকাশে উদিত হতে তার মনটা আর টানেনা।
চাঁদের নাকি কলঙ্ক আছে
এই মিথ্যে অপবাদ নিয়ে সে আর কতদিন বয়ে বেড়াবে
সেও আজ মন ভার করে আছে।
ভালোবাসাটা তেমনি আজ থমকে দাঁড়ায়
আমাদের আচমকা আচানক মনটার জন্য
এভাবে আর কতদিন সেটা যেন তারে আজ ভাবায়।
সৃতিগুলো তার বিস্তর পরিসর নিয়ে একাই চলছে
আজ তার অবস্থা ভারি করুণ
অবিশ্রান্তভাবে কত কত সৃতি জোগাড় করেই চলেছে।
ফেসবুক , টুইটার , গোগল প্লাস আজ বড় অসহায়
মানুষগুলো কত অদ্ভুত আর বিরল
আর ওদের একের পর এক স্ট্যাটাস।
হারানোর এই খেলায় আমরা শুধু প্রতিদিন হারিয়েই যাচ্ছি
নিজেকে জেতানোর চেষ্টায় অন্যকে কত নিচে নামাচ্ছি
হয়তো সব আমরা আবারো ফিরে পাবো ,
অন্যকে আর হারতে না দেই এই মনবাসনায়।
২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮
মি. বিকেল বলেছেন: চেষ্টা করেছি।সামনে আরো ভালো করে লিখার আশ্বাস দিলাম শায়মা।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২
শায়মা বলেছেন: নিকটাই কবিতা হয়েছে। আড় কবিতাটা সুন্দর হয়েছে।