নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সন্ধ্যাতারা"
সন্ধ্যাতারা !
তুমি এখনো নিভু নিভু কেন? জ্বলছোনা তোমার সবটুকু আলোয়।
তুমি এখনো ভারি চুপচাপ ,
না ফেরার এমন আকুতি অম্লান।
গোধূলি লগ্নে তোমার দেখা মিললো না , তুমি কি একা আছো অচেনা নীরবতায়।
সন্ধ্যাতারা!
তুমি আর হাসোনা কেন?
না কি খুব অসহ্য লাগে , কষ্ট পাও।
তুমি রাত জেগে কাকে গুনছো , সব তো মিছে মায়ায়।
আবার বাড়ি যাও।
সন্ধ্যাতারা!
তুমি এতো অভিমানী কেন?
তুমি কি চাও একবার বলবে আমায়।
হয়তো সুর , বেদনার এক নীল মূর্ছনায়।
সন্ধ্যাতারা!
আমি তুমি এতো বাজে কেন?
নিজেকে লুকাও , হারিয়ে যাও আবার বারে বারে ফিরে আসায়।
তুমি তো জানো আমি কল্পনা , থাকি না আরো একটু সময় ঐ কল্পনায়।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬
মি. বিকেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮
বিজন রয় বলেছেন: অনেক সুন্দর।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫
মি. বিকেল বলেছেন: ধন্যবাদ।
৩| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৪| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
কালীদাস বলেছেন: ও ইয়েহ
৫| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৪
জ্যোস্নার ফুল বলেছেন: জনাব বিকেল,
জনাবা সন্ধ্যা তারা নিয়া কবিতা ভালো হইছে
৬| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:১২
মি. বিকেল বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর আবেগীয় কল্পনা প্রধান কবিতা ভীষন ভাল লাগল।।