নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নাম মি. বিকেল।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

চলছে তো

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

চলছে তো
-------মি. বিকেল

আন্তঃনগর ট্রেন , শুধু নামে
পয়লা বৈশাখ , আমাদের মুখ বুজে বসে থাকা।
তনুর মতো আরো একটা মুখ
বিকৃত লাশ হয়ে পড়ে থাকা এলোমেলো বস্ত্রহীন দেহ নিয়ে
চলছে তো , বাংলাদেশ।

ব্লগার হত্যা , লোকাল ট্রেন
সময়ের মূল্য বোঝে , তিনঘন্টা লেইট
ধর্ম নিরপেক্ষতা , নীতিহীনতা
তাই বলে যা ইচ্ছে তাই , শ্রদ্ধাবোধ কই ডুবেছে ?
চলছে তো ,বাংলাদেশ।

মুক্তমনা , যা খুশি তাই বলছি
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল
MDG , ফেসবুকিং , প্রেম নামে নষ্টামি
একটি বাড়ি , একটি খামার প্রকল্প
চলছে তো বাংলাদেশ।

মেধার অস্বাস্থ্যকর লড়াই
পাবলিক , জাতীয় ইউনিভার্সিটি ভেদাভেদ
ব্যাকবেঞ্চার , সেশন জট
দ্বিত্বীয় সুযোগ বন্ধ করার আপনি কে ? ঈশ্বর ?
চলছে তো , বাংলাদেশ।

ডিজিটাল বাংলাদেশ , স্বৈরচারীতা
ভোট দিতে গেলে হাঙ্গামা , দল তো একটায়
লাশ পড়ছে , কি আছে যায় ?
তবুও ৮৩ শতাংশ লোক ভালো আছে
চলছে তো , বাংলাদেশ।

নিম্নমধ্যবিত্ত আয়ের দেশ
তবুও অনেক মা যখন হাত পাতে
বাবা- দুইটা টাকা দাও , চোখে জল আসে
আমি আমার ঐ মায়েদের করুণা করছি ! হায় আমি কে ?
চলছে তো , বাংলাদেশ।

আই ছিঃ ছিঃ
নিজের নির্দেশনা যখন নিজেই মানেনা
এশিয়া কাপ , টি-টুয়েন্টি
না জিতেই , জিতেছি
চলছে তো , বাংলাদেশ।

ঢালিউড , যৌথ প্রতারণা
বন্ধু ইন্ডিয়া , তাকে ছাড়া কি চলা যায় ?
জুনায়েদ-সাদিয়া , ইনোসেন্স অফ মুসলিম
সাময়িক ইউটিউব বন্ধ , আবার খুলে দিলি ?
চলছে তো , বাংলাদেশ

মুখ বুজে বসে থাকা বাঙালী
এরা আবার একসময় ভাষার জন্য প্রাণ দিয়েছিলো!
ধর্ম নিরপেক্ষতার জন্য লাফালাফি
যে দেশে ৮৫% এর বেশি লোক মুসলিম
চলছে তো , বাংলাদেশ।

কথার জাদুকর শরৎচন্দ্রের ভাষায় ,
"বাঙালীর বিষ অব্যর্থভাবে কার্যকর নহে"
সেরা ধৈর্য্যশীল জাতি যে আমরা
আর কত ধৈর্য্য ধরবো আমরা ?
চলছে তো , বাংলাদেশ।

যুদ্ধপরাধীর বিচার
কিন্তু ৪৫ বছর পর কেন ?
যুদ্ধপরাধী শুধু জামায়াতের কয়জন নেতা ?
আর বিএনপির সাকা
চলছে তো , বাংলাদেশ।

আসছে আবারো পয়লা বৈশাখ
প্রস্তুত থাকুন , আরো একটি বিকৃত লাশ দেখবার জন্য
কে হয় ? ঐ মানুষগুলো ?
হাত গুটে শুধু আন্ড্রুয়েড ফোন দিয়ে ভিডিও করছি
শুধু আমরা আপনার বোনের জন্য দিন গুনছি।

হুঁশ হয়ত একদিন ফিরতেও পারে
সেনাবাহিনী আমাদের গর্ব
আর সেই সেনানিবাসের ভীতর ?
সংরক্ষিত এলাকা তো , ঝামেলা হয়নি।
হয়ত এভাবেই চলবে আমাদের সোনার বাংলাদেশ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

২| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৯

বেলের শরবত বলেছেন: ভগ্নিসারথি নামে এক মহাকাঙাল আছে এই ব্লগে। কেমনে জানি জায়গা পাইছে বুবস.কমে সেরা ব্লগে। বাস, দুনিয়াটা ভাইঙা পরছে ফকিন্নিটার মাথায়, বুটের জন্য এমনে কাঙালিপনা কোথাও দেখি নাই্ জাতীয় ইলেকশন বাদে। মাল্টি খুইল্ল্যা সেইটা দিয়াও জায়গায় জায়গায় ল্যাদাইতে ল্যাদাইতে ভরায়া ফালাইতাছে বুটের জন্য। পাত্তা না পায়া এখন শুরু করছে জার্মানপ্রবাসের নামে কুৎসা গাওয়া।

হালা ফকিন্নি।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪১

মি. বিকেল বলেছেন: আমার কি বলা উচিত বুঝতে পারছিনা , নতুন তাই লেখার চেষ্টা করেছি মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.