![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘড়ির কাঁটা
টিক...টিক...টিক...
রাত দু'টো , চোখে ঘুম নেই
চলছে কি সব ঠিক।
পরিবর্তন , পরিবর্ধন , পরিমার্জন
কার জন্য ? কি ভেবে ?
ঠিক না বেঠিক।
স্বপ্ন আর বাস্তবতা
চলুক না , চলছে তো
কেন দেখছিস এদিক ওদিক।
পারছি তো , পারবো তো
ভেঙ্গে পড়িনি কারো এঁটো বার্তায়
আমি তো এখনো আছি ঠিক।
বদলাবি কি আমায় ?
সেই ক্ষমতা কি রাখিস ?
কেউ বলে দিবে আমায় এটায় ঠিক?
চৌরাস্তার মাঝখানে
সংশয় ছিলো
তবুও চিনিয়ে নিয়েছি দিক।
দাম দেই বলে
মাথায় উঠেছিস ?
দেবার বাঁকী সত্যিকারের একটা কিক।
মনে হয়েছে , করেছি
নেই আমি সাতপাকে
তবুও কারো কারো ঠোঁটে ফিক...ফিক...ফিক...
শুধু আমাকে নিয়ে কেন ?
ঘড়ির কাঁটা
টিক...টিক...টিক...
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৯
মি. বিকেল বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়িবার জন্যে
৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৭
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩০
নতুন গেম বলেছেন: ভাই অসম লেখছেন । পড়ে ভালো লাগলো ।