নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোঃ মেহেদি হাসান, কলম নামে মি. বিকেল। একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সম্পাদক, উপস্থাপক এবং নাট্য পরিচালক সহ - এই বহুমুখী পেশার সাথে জড়িত থাকলেও, আমার মূল পরিচয় একজন গল্পকার।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নামে মি. বিকেল। একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সম্পাদক, উপস্থাপক এবং নাট্য পরিচালক সহ - এই বহুমুখী পেশার সাথে জড়িত থাকলেও, আমার মূল পরিচয় একজন গল্পকার।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

নীল অভ্র‬

১০ ই মে, ২০১৬ বিকাল ৩:২৯

চলতে চলতে যখন রাস্তাটা থেমে যায়
বলতে বলতে যখন বাক্যটা আটকে যায়
লিখতে লিখতে যখন শব্দগুলো কিছু বলতে চায় ,

বর্ণগুলো যখন নীল রঙ ছড়ায়
কি-বোর্ডে যখন ঠকঠক বন্ধ হয়ে যায়
আচমকা যখন মনটা ঘুরপাক খায়।

যখন কারো কথা ভেবে
কোন চলে যাওয়া মুসাফিরের সাথে আবারো দেখা হলে
অথবা নীল স্ক্রীনের ফেলে আসা ওয়ালপেপারে।

হার্টবিট বেড়ে যায়
স্মৃতিগুলো সামনের পা জাপটে ধরে
ফেলে আসা কিছু নীল খামে।

মনে করিয়ে দেয় বারবার
এইবার আটকা পড়েছো
এই গল্পের জ্যামে।

তখন বুঝে নিও , এটাই সেই নূপুর
যাকে তুমি হন্নি হয়ে অর্ধেক জীবন ধরে
খুঁজছো রাত-দুপুর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.