নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিগারেটের ধোঁয়ায় অন্ধ হৃদয়
আমার নীল আশট্রে,
কখনো মেঝেতে কখনো বিছানায়
বলাবাহুল্য ধোঁয়াটে খাচায়
শিকলে বাঁধা কে থাকতে চায়।
সবুজ পাতা, পাহাড়ে ঝর্ণা, গোলাপের কলি
নীলবর্ণ ছড়িয়ে ছিটিয়ে
আমি এক তিক্ত অভিমানি
আমি জ্বলছি, তিক্ত কটু গন্ধে
অর্ধেকেই যে তুই ফুরিয়ে গেলি।
টুকরো হয়ে পড়ে আছে সব
বিষাদমাখা রক্তের গন্ধ
আমার নীল আশট্রে
জোরাতালি দিয়ে চালিয়ে দেখছি
দেখা হবে আবার্, মিললে ফুরসত।
ভালো নই আমি
মন্দ হব কোন দুঃখে?
দুইয়ের মাঝে কিছু তো একটা তফাৎ জানি
নিষেধ করোনা
এইটাই আমার শেষ টান মানি।
©somewhere in net ltd.