নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোঃ মেহেদি হাসান, কলম নামে মি. বিকেল। একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সম্পাদক, উপস্থাপক এবং নাট্য পরিচালক সহ - এই বহুমুখী পেশার সাথে জড়িত থাকলেও, আমার মূল পরিচয় একজন গল্পকার।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নামে মি. বিকেল। একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সম্পাদক, উপস্থাপক এবং নাট্য পরিচালক সহ - এই বহুমুখী পেশার সাথে জড়িত থাকলেও, আমার মূল পরিচয় একজন গল্পকার।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

নির্লিপ্ত উদাসীনতা

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৩

-নদীর পাড়ে বসা ঐ ভদ্রলোকটি কে দেখতে পাচ্ছো ? একা ?
-হুম । হাতে চুরুট আর রেইনকোট পড়া ?
-ঠিক তাই । উনার স্ত্রী মারা গেছেন ।
-তুমি কি উনাকে চিনো ?
-বেশি একটা নয় । ধর, গত দু’বছর হলো । আর উনার মেয়েটা আত্নহত্যা করেছে ।
-কি সব ভুল বকছো ?
-কারণ সে এস.এস.সি পরীক্ষায় এ+ পায়নি তাই ।
-হ্যাঁ! ?
-হাতে ঐ ফর্মটা কিসের জানো ?
-না , তবে হতে পারে কোন গুরুত্বপূর্ন ডকুমেন্ট ।
-না , ঐটা তাঁর মেয়ের মর্টগেজ থেকে রিলিজের ফর্ম ।
-আর স্থিরদৃষ্টি দিয়ে ঐ নদীর স্রোতে তাকিয়ে আছে কেন জানো ? উনার মা কে অনেক মিস করছেন । কত দিন হলো তাঁর মা তাকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন ।
-আচ্ছা আচ্ছা! আমাকে গাধা বানানোর চেষ্টা করা হচ্ছে তাইনা ?
-মোটেই না । এমন বুদ্ধিমতী মেয়েকে কেউ গাধা বানাতে পারে । বড়জোর গাধী পর্যন্ত বানানো যায়।
-বাদ দাও । আজ এসব কেন বলছো আমায় ?
-এতক্ষণ ধরে এজন্যই বকবক করছিলাম যে , বেঁচে থাকতেই যেন ঐ ভদ্রলোকটির মত আমরাও মরে না যাই । জিততে পারি বা না পারি আগে তো খেলাটা শিখা চাই । এই খেলার নাম “জীবন” । Let it play!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.