নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নাম মি. বিকেল।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

নির্লিপ্ত উদাসীনতা

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৩

-নদীর পাড়ে বসা ঐ ভদ্রলোকটি কে দেখতে পাচ্ছো ? একা ?
-হুম । হাতে চুরুট আর রেইনকোট পড়া ?
-ঠিক তাই । উনার স্ত্রী মারা গেছেন ।
-তুমি কি উনাকে চিনো ?
-বেশি একটা নয় । ধর, গত দু’বছর হলো । আর উনার মেয়েটা আত্নহত্যা করেছে ।
-কি সব ভুল বকছো ?
-কারণ সে এস.এস.সি পরীক্ষায় এ+ পায়নি তাই ।
-হ্যাঁ! ?
-হাতে ঐ ফর্মটা কিসের জানো ?
-না , তবে হতে পারে কোন গুরুত্বপূর্ন ডকুমেন্ট ।
-না , ঐটা তাঁর মেয়ের মর্টগেজ থেকে রিলিজের ফর্ম ।
-আর স্থিরদৃষ্টি দিয়ে ঐ নদীর স্রোতে তাকিয়ে আছে কেন জানো ? উনার মা কে অনেক মিস করছেন । কত দিন হলো তাঁর মা তাকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন ।
-আচ্ছা আচ্ছা! আমাকে গাধা বানানোর চেষ্টা করা হচ্ছে তাইনা ?
-মোটেই না । এমন বুদ্ধিমতী মেয়েকে কেউ গাধা বানাতে পারে । বড়জোর গাধী পর্যন্ত বানানো যায়।
-বাদ দাও । আজ এসব কেন বলছো আমায় ?
-এতক্ষণ ধরে এজন্যই বকবক করছিলাম যে , বেঁচে থাকতেই যেন ঐ ভদ্রলোকটির মত আমরাও মরে না যাই । জিততে পারি বা না পারি আগে তো খেলাটা শিখা চাই । এই খেলার নাম “জীবন” । Let it play!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.