নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোঃ মেহেদি হাসান, কলম নামে মি. বিকেল। একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সম্পাদক, উপস্থাপক এবং নাট্য পরিচালক সহ - এই বহুমুখী পেশার সাথে জড়িত থাকলেও, আমার মূল পরিচয় একজন গল্পকার।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নামে মি. বিকেল। একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সম্পাদক, উপস্থাপক এবং নাট্য পরিচালক সহ - এই বহুমুখী পেশার সাথে জড়িত থাকলেও, আমার মূল পরিচয় একজন গল্পকার।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

নর্দমা

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৩৮

ম্যানহোলে পড়ে যাওয়া এক বৃদ্ধ
ছেঁড়া শার্ট আর উসখু-খুশকু চুল
চেহারা জুড়ে কালির দাগ
টেনে হিঁচড়ে তুলছে নিজেকে
ধ্যাত! ছিঃ বাজে প্রকট গন্ধ
কোথা থেকে যে এসব আসে?


কি অদ্ভূত! কি অদ্ভূত!
রাস্তায় স্বস্তিতে নতুন বি.এম.ড্যাবলো টা দাঁড় করাতে পর্যন্ত পারিনা
টাকা চাই, টাকা চাই
তা বলি টাকা কি গাছে ধরে?
আগে ধুয়ে মুছে ছাপ কর শালা নিজেকে
দেখ! নির্লজ্জের মতো বোকা বোকা চোখে চেয়ে আছে।


ডাহা-ডাহা দু-চোখ যেন ডাকাতের মতো
কাম নাই কাজ নাই কি অলস বাবাহ!
চুলগুলো সাপের লেজের মতো
এলেমেলো আর কি বিশ্রী!
ওয়াক থু! যা যা আগে সাবান দিয়ে গা ধুয়ে আয় তো
কর্পোরেটের এই দুনিয়ায় তুই বড্ড বেমানান।


আমাদের দেখ! দেখে দেখে শিখ
কোর্ট-টাই-বুট কেনার সামর্থ আছে কি?
হাতে স্যুটকেস নিয়ে আমরা দৌড়ায়
স্যালারির খবর তোরা কি জানিস!
মাইনে লাখ-লাখ টাকা পাই
চারবেডরুম-চারবাথরুমের বিশাল ফ্ল্যাট আছে।



শীতাতপ নিয়ন্ত্রিত রুমগুলোতে নেই কোন ক্র্যাচ
বারান্দার সামনে বিশাল উঠান
সাথে সুইমিং পুল আর বিশাল একটা বাগান
জানিস তো! আমাদের জন্য এই দুনিয়া তোদের অবস্থান এইখানে নাই
ঝাল মুড়ি, বারো ভাজা, বাদাম বিক্রি করে খাইস
এলিয়েন একেকটা! তোদের জীবনে আর কি আছে!


ডিসকোতে কখনো গেছিস?
যেখানে সুন্দরী-সুন্দরী মেয়েরা নাচে
হালকা ড্রিংক্স এর পর ওয়া-ওয়া কি যে লাগে!
তোদের দেখি তো! বাসে, ট্রেনে অথবা ফুটপাথে
দুই টাকা, চার টাকা বলে শব্দ দূষণ করিস।
তোরা তো আর শুধরাবি না দেশের জন্য আমাদের আর কি বা করার আছে!


হঠাৎ হাত নাড়িয়ে থামিয়ে দিলো বৃদ্ধটা তাকে
অনেকক্ষন ধরে কি যেন ভাবলো
বলবে-বলবে হয়তো কিছু একটা
কিন্তু কি বা বলার আছে?
শুধু বলল, সাহেব পঁচা-নর্দমা তো আমার সামনে জ্বলজ্বল করছে
ম্যানহোলে পড়ে গিয়ে শুধু গা নোংরা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.