নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আর সন্ধ্যায় সন্ধ্যা বাতি নিয়ে বসা হয় না
এখন আর সেই আলোতে আবছা মায়া চোখ দেখা যায় না
এখন আর পিছনের কদম ফেলা যায় না।
কাঁটাতার ছেয়ে গেছে আলোকসজ্জায়
লোকাল বাস গুলো বদলে ফিরেছে তাদের রাস্তা
লোকাল ট্রেন আর সেই প্রথম সি.এন.জি।
এক পলক, এক ঝলক
চশমার খামে বন্দি হওয়া কেউ একজন
বললাম তাকে এটাই কি শেষ?
শেষটাও মনে হয় শেষপর্যন হয়নি শেষ।
রয়ে গেছে কোন বটতলায় অথবা সবুজ ঘাসের ভীতরে
অথবা সাদা বকটির লম্বা ঠোঁটে
চলেই যাবে, যাও!
ধরে রাখেনা আমাদের কাউকে এই প্রকৃতি
কি করবে সে?
ঘূর্ণিঝড়, খরা, ঝড়ো বাতাস আবার কখনো কখনো টর্ণেডো।
অভিমান আর ভাঙ্গাবেনা সে, সে এখন ব্যস্ত
হয়তো সে আরো একটা ঘুর্নিঝড় সামলাতে ব্যস্ত, ভীষন ব্যস্ত
এই ঝড়টা পেরোতে দাও, সব ঠিক হয়ে যাবে।
ঠিক দেখ একদিন শান্ত হাওয়া বইবে
আর দয়া করে সমুদ্রেতে আমায় ডেকোনা
খুব ভয় হয়, খুব ভয় হয় জোয়ার-ভাটার।
চাঁদের আলো তে গা টা মাখাতে দাও
না কি তাও পারবোনা?
বাদ দাও! এখন আর রাতে চাঁদটাই দেখা হয় না।
অনেকদিন হলো, সময় পেরোলো, আরেকটা ট্রেনের আওয়াজ
মনযোগ বিঘ্নিত হচ্ছে
অন্য কোন একদিন না হয় বলে দিবো . . .
ঠিক বলে দিবো, গলা খাকারি আর দিবোনা
আপতত ছোট্ট নদীটা দেখতে দাও
মায়ায় পড়ে গেছি, আবার দেখা হবে
আর দেখা হলে কথাও হবে।
এখন আর জেগে দিয়ো না, খুব করে ঘুম পাচ্ছে
শান্তিতে একটু ঘুমাতে দাও আমায়
একটু ঘুমাবো . . .
১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০০
মি. বিকেল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৬
ধ্রুবক আলো বলেছেন: হুমমম ঘুমের খুব প্রয়োজন,,, সময় এখন খুব ব্যাস্ত! ট্রেন আর সিএনজি তে চলাফেরা
চাদের আলো টা খুব মিস করা হয়!
কবিতা খানি খুব ভালো লাগলো....
অভিনন্দন রইলো...,