নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোঃ মেহেদি হাসান, কলম নামে মি. বিকেল। একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সম্পাদক, উপস্থাপক এবং নাট্য পরিচালক সহ - এই বহুমুখী পেশার সাথে জড়িত থাকলেও, আমার মূল পরিচয় একজন গল্পকার।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নামে মি. বিকেল। একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সম্পাদক, উপস্থাপক এবং নাট্য পরিচালক সহ - এই বহুমুখী পেশার সাথে জড়িত থাকলেও, আমার মূল পরিচয় একজন গল্পকার।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

গোলাপ নয় ঘাসফুল চেয়েছিলাম

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬

সাদাকালো পর্দায় রঙিন ছবি
শুকনো ভেজা আলোতে তীব্র অশ্রুজল
আমি ঘাসফুল খুঁজতে চেয়েছিলাম
বাক্যে জটিলতায় অথবা বাক্যে খর্বে
পাল্টে গেছে জীবনের ভাঁজ।


এখন সব রঙঢঙ লাগে
মিথ্যে কূটিলতার নিখুঁত ফাঁদে
বেদনার কালোয় অমানিষা নামে
কল্পনার ছায়া আজ যে ভূতোড়ে
জেগে থাকার গর্বে আমি আজ নির্লজ্জ রাত্রপ্রহরী।


সময় হলে ডাকনাম খুঁজি
অভিধানের পাতা আজ শব্দ হারায়
মিথ্যে লাগে, ভারি মিথ্যে লাগে
স্বপ্নবিলাসীর রঙীন চোখে
হানা দিয়েছে আজ নীলাভ খাঁজে।


ছুঁয়েছি তৃষ্ণা তোর দেহের অদ্যপ্রান্তে
অশ্লীল খুদা মিটিয়েছি গর্ব ভরে
আধুনিকতার নৌকার টানে
চলেছি আমি সাতার কে মেনে
সত্যিই আমি আজ দর্শক দাঁড়ে।


নেমেছি আমি সেজেছি ঢঙ
বিক্রি দিয়েছি সব অনর্থের দামে
বাকি নেই কিছু ঐ বাস্তবের কাছে
ঢাল নেই, তলোয়ার নেই
লড়ছি আমি যেন সেই চেনা গল্পের নায়ক সেজে।



তারিখঃ ১৪-০১-২০১৭
সময়ঃ রাত ১১টা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: ভালই লিখেছেন ধন্যবাদ

২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬

সিক্ত শ্রাবণ বলেছেন: বেশ ভাল হয়েছে লেখা।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন, শুভ কামনা রইলো...,,,

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ছবি দেখে বুঝে নিন কি বলতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.