নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নাম মি. বিকেল।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

অনেক কথা বলার ছিলো

২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১২

জানালা আজ বন্ধ আমার
নিঃশ্বাসে নেই রঙ
জমে আছে শব্দগুলো
ঠিক ভেতরটায় নেই কোন ভুল

বলবো বলবো বলা হয়নি
শেষ অধ্যায়ের নিঁখুত ক্ষোভ
লাভ-লোকসান নিয়ে আর ভাবিনা
জীবনটায় যখন একটা আস্ত ভুল

কখনো কখনো ভয় পেয়ে যাই
আইস-ব্রেকিং ঘটবে কি এখন?
গল্পরা আজ আমায় গল্প শোনায়
কবিতা কি আর আমায় খুঁজে পায়

একই বেডের শেষ প্রান্তে
দুরত্ব যদি হয় এতখানি
মান-অভিমানের প্রশ্নের মুখে
দুরত্ব আরো বেশি এই দূরপ্রান্তে

স্মৃতিগুলো সব জিতে যায়
নিষ্পলক দৃষ্টি আজ হাসে
আত্মবিশ্বাস বেড়েছে বটে
ফোনকল রেকর্ড থেকে যায়

দিন চলছে ঘড়ির কাঁটায়
শব্দগুলো যে আরো বেড়ে যায়
বিস্ফোরণ ঘটবে বুঝি
অনেক কথা বলার আছে তাই
.
ভেবেছিলাম আমি গায়ক হব
শুনবে কেউ আমার পথভোলা গান
শ্রোতা আজ বড়ই বেখেয়াল
সময় যে হয় না তাঁর

আমি না হয় শূন্যই থেকে গেলাম
বলবে শব্দ? শ্রোতা হব
শিল্পীর ধাঁচে আঁকবে সেই ছবি?
গায়ক হবার আর ইচ্ছেটা যে আর নাই

বাদ দেই, আমার শব্দ আজ আমারই থাক
শেষবেলায় কেউ ডাক দিয়ো না আর
কিন্তু বুকের ভিতর আজও চিমটি কাটে
অনেক কথা বলার ছিলো যে তাই।
.
তারিখঃ ১১/০৩/২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

ধ্রুবক আলো বলেছেন: কথা গুলো জমেই শুধু।
কবিতা ভালো লাগলো +

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১:২০

মি. বিকেল বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৯

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১:২১

মি. বিকেল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.