নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোঃ মেহেদি হাসান, কলম নামে মি. বিকেল। একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সম্পাদক, উপস্থাপক এবং নাট্য পরিচালক সহ - এই বহুমুখী পেশার সাথে জড়িত থাকলেও, আমার মূল পরিচয় একজন গল্পকার।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নামে মি. বিকেল। একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সম্পাদক, উপস্থাপক এবং নাট্য পরিচালক সহ - এই বহুমুখী পেশার সাথে জড়িত থাকলেও, আমার মূল পরিচয় একজন গল্পকার।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

অভিনয়

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৮



কলা-কুশলীর কাছে জেনেছি
তুমি অভিনয়ে কম নও
সিনেমাটোগ্রাফি নিয়ে তোমার আছে পি.এইচ.ডি
রঙ্গমঞ্চে দাঁড়ালে আজ ভয় হয়
অভিনেতা আর সহ-অভিনেতা নিয়ে
আমার প্রশ্ন থেকেই যায়
খেলোয়াড় কে? খেলছে কে?
হাততালি কেন দিচ্ছি?
বোকা দর্শক হয়ে থাকা আর কতদিন!
নির্মিত আয়না, আমায় দেখ
একবার দেখ, নোংরা হচ্ছি তোমার চোখের সামনে
প্রতিদিন এবং প্রতিনিয়ত
তোমার শপথ নিয়ে তাই প্রশ্ন জাগে
সীমাটা কি আজ এখানেই টানবো?
না কি আরো এগুবে?
হেমলক দাও আমায়, শেষ হোক সব
এই গল্প, ছোট্ট গল্পের উপসংহার টানতে চাই
কি বললে?
আমি হেরে গেছি?
এতপর! আমি তো অনেক আগেই হেরে গেছি
হারা-জেতার প্রশ্ন যখন উঠলোই
দাবার শেষ নৌকাটা তোমায় দিলাম
ডুবে মর নয় তো মারো
বাঁচার প্রশ্নে আমি উদাসীন
বিশ্বাসের গলায় দঁড়ি টানিনি
আমি শুধু দাঁড়ি-কমায় বিশ্বাসী
শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার তোমারই থাক
আমি না হয় অন্য কোন ক্যাটেগরি খুঁজে নিবো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩

ধ্রুবক আলো বলেছেন: সীমাটা কি আজ এখানেই টানবো?
না কি আরো এগুবে?
কঠিন প্রশ্ন!

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩

মি. বিকেল বলেছেন: ঠিক তাই।
জীবনটায় যখন একটা কঠিন প্রশ্ন।

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৫

কানিজ রিনা বলেছেন: নৌকার গুন টানারা ভয় পায়, খাল কাঁটা
কুমির জেগে ঘুমায়।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২

মি. বিকেল বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.