নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এসেছিলে পদ্মার পদ্মবতী হয়ে
আকাশে-বাতাসে পাতাল হাওয়া বয়ে।
তুমি এসেছিলে বকুলের ন্যায় কুসুম-কমলে
গোলাপী সেই মুখটা তুলে।
তুমি এসেছিলে তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেলে
সমগ্র দেশময় সাড়া ফেলে কূলে।
তুমি এসেছিলে কপালে কুব্জতে লালসালু বেঁধে
নিয়েছিলাম আমি সকল ভার কাঁধে।
তুমি এসেছিলে রুদ্ধ পথের পল্লবে
বাড়িময় তুলে কল্লোলে।
তুমি এসেছিলে শুধু আমার আর আমারই হয়ে
তাই রাখবো তোমায় বুকে জড়িয়ে।
তুমি এসেছিলে এই গগনে উন্মাদনা তুলে
সুভাস ছড়িয়ে ফুলে-ফুলে।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৪
মি. বিকেল বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: ভালো লাগছে কবিতা
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৪
মি. বিকেল বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩
আরিয়ান রিয়ান বলেছেন: চমৎকার!
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৫
মি. বিকেল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর +