নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Movie Review: Hindi Medium
CAST: Irrfan, Saba Qamar, Deepak Dobriyal.
DIRECTION: Saket Chaudhary.
GENRE: Comedy.
DURATION: 2 hours 12 minutes.
Rating: IMDB 7.9/10, Rotten Tomatoes 78%, Amazon.com 4.8/5, 3.5/5 Hindustan Times, 3/5India Today - India Today Group.
My Rating: 8/10
প্লটঃ রাজ বাত্রা একজন সফল ব্যবসায়ী।তিনি দিল্লীর একটি মফঃস্বল শহরে বিবাহের বিভিন্ন আইটেমের পোষাক বিক্রি করে থাকেন।যদিও বা তিনি ধনী, উচ্চশিক্ষিত কিন্তু ইংরেজীতে তার ভালো দক্ষতা নেই।তিনি ঠিকমত ইংরেজী বলতে পারেন না।তার স্ত্রী মিতা একজন উচ্চশ্রেনী পরিবারের মহিলা।তারা দুজনেই একটি হিন্দি মিডিয়াম গভর্মেন্ট স্কুলে পড়াশুনা করেছেন।মিতা চায় তার পাঁচ বছরের মেয়ে পিয়া এই প্রতিবন্ধকতা থেকে বেড়িয়ে আসুক এবং দিল্লীর সেরা পাঁচ স্কুলের মধ্যে কোন এক স্কুলে পড়াশুনা করুক।তাই রাজ বাত্রা এবং তার স্ত্রী মিতা বাত্রা দিল্লীর বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে তাদের মেয়েকে ভর্তি করানোর চেষ্টা শুরু করেন।এদিকে দিল্লীর সেরা স্কুল “দিল্লী গ্রামার স্কুলে” একটি শর্ত রয়েছে যে, নির্বাচনী প্রার্থীকে অবশ্যই এই স্কুলটির পাঁচ কিলোমিটার মধ্যে অবস্থান করতে হবে।শুধুমাত্র সন্তানের দিকে তাকিয়ে রাজ বাত্রা একসময় নিজের বাড়ি(চাদনি চক) ছাড়তে বাধ্য হয় এবং তারা বাসান্ত বিহারে চলে আসেন।এতে রাজ বাত্রা অনেক কষ্ট পান।পরবর্তীতে তারা জানতে পারে যে, তাদের মেয়েকে এই স্কুলে ভর্তি করানোর জন্য শুধু স্টুডেন্টের যোগ্যতা থাকলেই চলবেনা এর সাথে তার বাবা-মার ইন্টারভিউও দিতে হবে।কিন্তু এই ইন্টারভিউয়ের জন্য তারা পুরোপুরি অপ্রস্তুত ছিলো তাই তারা এক কনসালট্যান্টের কাছে যান।তিনি পরামর্শ দেন যে, যেহেতু তারা উচ্চশিক্ষিত নয় তাই পিয়া কে এই স্কুলে ভর্তি করাতে ব্যর্থ হতে পারেন।রাজ বাত্রা এবং তার স্ত্রী মিতা বাত্রা তারা অনেক চেষ্টা করেন নিজেদের কে পরিবর্তন করার জন্য।উঁচুশ্রেণীর মানুষদের সাথে মেশার জন্য সুন্দর করে তাদের নতুন ঘর সাজান, পার্টির আয়োজন করেন যাতে করে উঁচুশ্রেনীর মানুষদের সাথে পরিচিত হতে পারেন, নিজেরা মডার্ণ ড্রেস পরিধান করা শুরু করে দেন এমনকি রাজ বাত্রাকে একসময় দেখা যায় অক্সফোর্ড “হিন্দি টু ইংলিশ” ডিকশনারি নিয়ে পড়াশুনা করতে।এভাবেই গল্পটি এগিয়ে যায় সামনের দিকে।বাকিটা জানার জন্য অবশ্যই আপনাকে এই ছবিটি একবার দেখে নিতে হবে।
১।রাজ বাত্রা এবং তার স্ত্রী মিতা বাত্রা পিয়াকে দিল্লীর টপ স্কুলে পড়াতে কি কি করেছিলো?
২।তাদের চেষ্টা কি সফল হয়েছিলো?
৩।শেষমেশ পিয়া কে কি “দিল্লী গ্রামার স্কুলে” পড়াতে পেরেছিলো?
৪।আর যদি পিয়া চ্যান্স পেয়েই যায় তাহলে কি তারা এটা নিয়ে সুখী ছিলো?
বলিউডে মুক্তি পাওয়া সাম্প্রতিক সময়ের অখাদ্য মুভি সমূহের মধ্যে এই মুভিটি আপনাকে হতাশ করবেনা।ইরফান খান বরাবরই তিনি তার চমৎকারিত্ব একের পর এক মুভিতে দেখিয়ে চলেছেন।এই মুভিটিতেও তিনি নিজের চরিত্রের পুরোপুরি প্রকাশে সফল হয়েছেন বলে আমার বিশ্বাস।মুভিটি একই সময়ে আপনাকে হাসাবে, ভাসাবে এবং শেষে কেঁদে ফেললে আমাকে তার জন্য দায়ী করবেন না।ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০
মি. বিকেল বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো। :-)
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১২
আল-শাহ্রিয়ার বলেছেন: সত্যি কথা বলতে আজকালের ফালতু গল্পের ভিড়ে মুভিটি সত্যিই অসাধারণ। নির্মারা আর প্রয়োজককে অনেক অনেক ধন্যবাদ আর ইরফান খানের কথা কি বলবো এক কথায় অসাধারণ অভিনয় করেছেন, তবে মুভিটি দেখেছিলাম মূলত সুন্দরী পাকিস্তানী নায়িকা সাবা কামারের জন্য। আমার দেখা এই বছরের মুভি তালিকায় এই মুভিটাকেই প্রথমে রাখবো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
মি. বিকেল বলেছেন: ধন্যবাদ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
বারিধারা বলেছেন: কলকাতায় তৈরি 'রামধনু' মুভিটি এর চেয়েও ভালো মেসেজ দিতে পেরেছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
মি. বিকেল বলেছেন: বিষয়টি আমার জানা ছিলো না।আমি রামধনু মুভিটি দেখিনি।তথ্যটি দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫৪
জাহিদ অনিক বলেছেন: মুভিটি দেখেছিলাম। মোটামুটি ।
ধন্যবাদ
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৫
মি. বিকেল বলেছেন:
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১০
আমি ইহতিব বলেছেন: You tube এ পাবো? দেখার ইচ্ছে হচ্ছে। গড়পরতা কাহিনীর বাইরে ভিন্ন ধারার মুভিগুলো দেখতেই বেশী ভালো লাগে আমার।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৬
মি. বিকেল বলেছেন: আশা করছি পাবেন।ধন্যবাদ।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৫
আমি ইহতিব বলেছেন: দেখেছি মুভিটি, ভালো লেগেছে। আপনার পোস্টের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫২
সুমন কর বলেছেন: সময় করে দেখার ইচ্ছে আছে। ধন্যবাদ।