নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নাম মি. বিকেল।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

বিবর্ণ

১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১





কয়েকটা লাশের সারির পর
কয়েকটা সমাধি শেষে
শেষ অবধি শেষে
একটি ক্ষুদ্র আলোকচ্ছটা দেখা যাবে হয়তো।

হাজার বছরের আকুতি শেষে
শেষ মোনাজাতের শেষ শব্দে
কোন এক মন্দিরে-মসজিদে
অনেকবাদে একটি শব্দ শোনা যাবে হয়তো।

ক্ষুধার্ত মানুষের আহাজারি শেষে
পুকুরে-ডোবায়, বনে-জঙ্গলে হাজার মানুষেরা মৃত্যুতে জীবিত থেকে
নিষ্পলক চেয়ে থাকা ঐ ছোট্ট শিশুর মধ্যে
একদিন প্রাণের সঞ্চার আবার ঘটবে হয়তো।

বারবার উচ্চারিত কিছু ভুল আশ্বাসে
কিছু ভুল তথ্য দিয়ে
ঢেকে রাখা কিছু বস্তুনিষ্ঠ সত্যকে
মানুষকে শেষ পর্যন্ত বিপদগামী করা যাবে না হয়তো।

হানাহানির এই খেলা জিতেই গেল তবে
রক্তের বন্যা শেষমেশ শান্তি বয়ে নিয়ে এলো
ভাবাভাবির এই খেলা হেরে গেল তবে
চিন্তা নেই আবার একদিন টক-শোতে বসা হবে হয়তো।

তুমি, সে আর আমি
এই আমাদের মাঝে যা ঘটে গেল আজ
মনে রেখো কাল সেটা স্মৃতি হয়ে রবে
সময়ের স্রোতে অন্য কোন আবর্জনায় ঢাকা পড়ে শুধু একটু বিবর্ণই না হয় হয়ে যাবে হয়তো।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: এই ছবিটা দেখলেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠে।
কবিতা ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.