নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা সাংস্কৃতিতে বাবু বলতে আমরা কি বুঝি!
প্রথমেই বাংলা সিনেমার কথা বলা যায়।বাংলা সিনেমা যেমন কলকাতায় হয়েছে বা হচ্ছে ঠিক তেমনি বাংলাদেশে হয়েছে বা হচ্ছে।এখন কোনটা ভালো বা কোনটা মন্দ সেই তর্কে-বিতর্কে আমি যাচ্ছিনা।আমি ঢাকা ভিত্তিক সিনেমার কিছু কথা বলতে চাই।সেখানে “বাবু” বলতে ঢাকাইয়া সিনেমায় যা দেখানো হয়েছে বা এখনো হচ্ছে তার রুপ অনেকটা এরকম,
১। বাবুরা শহরে থাকেন।
২। তাদের গায়ে স্যুট-প্যান্ট থাকে।(কোথাও লুঙ্গী শার্ট আমার নজরে পড়েনি।)
৩। তাদের কথার মধ্যে দুই-চারটে ইংরেজি শব্দ থাকা স্বাভাবিক।ব্যাপারটা এমন যে, যে বাবু ইংরেজি বলতে পারে না সে আবার কেমন বাবু!
৪। তারা সাধারণত প্রাইভেট কারে যাতায়াত করেন।
আশির দশকের সিনেমা অন্তত তাই বলে।এবং নিজেকে সৌভাগ্যবান না কি দূর্ভাগ্যবান বলবো জানিনা বিটিভির আশীর্বাদে সেই সময়ের সিনেমাগুলো দেখার সৌভাগ্য হয়েছিলো আমার।আপনি নায়ক রাজ-রাজ্জাক বলুন, আলমগীর, ফারুক থেকে শুরু করে সালমান শাহ্ বলুন মোটামুটি তাদের অভিনয়ের উপর কিঞ্চিত জ্ঞান রাখি আমি।মজার ব্যাপার হলো, এইসব সিনেমায় বাবুরা নির্দিষ্ট কিছু ইংরেজি বাক্যে ব্যবহার করেছেন।এই যেমন ধরুন, “গেট আউট মাই হাউজ/মাই অফিস...হাউ ডেয়ার ইউ টু টক উইথ মি লাইক দ্যাট...ডোন্ট ক্রস ইওর লিমিট...” ইত্যাদি।আচ্ছা, এসব থাক আমি আবার সিনেমা ক্রিটিসিজমে যেতে চাই না।
মানে বাবুদের ইংরেজি বলতে হত।একটু ঘুরিয়ে বলতে গেলে বলতে হয়, “যিনি ইংরেজিতে কথা বলতে পারেন তিনিই বাবু”।আমাদের মিডিয়া বিশেষ করে চলচ্চিত্র মিডিয়া আমাদের মন ও মগজে এই ইমেজটা সেট করে দিতে সক্ষম হয়েছে।
তাহলে বাবু বলতে বাঙালীরা মনে করেন “জেন্টলম্যান”।আবার আজকাল ব্যাপারটা এমন যে, আপনি যদি কাউকে “বাবু” বলেন তিনি রেগেও যেতে পারেন কিন্তু যদি “জেন্টলম্যান” বলে সম্বোধন করেন তাহলে খুশিতে গদগদ হবেন এমন মানুষ অনেক।(নাম প্রকাশে অনিচ্ছুক) কলকাতার একজন বিতার্কিত তর্ক করতে গিয়ে বলে ফেলেন, কবি নজরুল ইসলাম জোর করে কিছু ফার্সী এবং আরবী শব্দ তিনি তার কবিতায় প্রবেশ করিয়েছেন।জল কে পানি বানিয়েছেন এছাড়া নামাজ, গালিচা, মহফিল, কিসিম, গুলমোহর এরকম অনেক আরবী-ফার্সী শব্দের সংমিশ্রণ করেছেন যা বাংলা ভাষার শব্দভান্ডারে থাকা উচিত নয়।
(কিন্তু কবি নজরুল ইসলাম সুসামঞ্জস্যভাবে আরবী-ফার্সী শব্দের বিন্যাস ঘটিয়েছেন,
“নীলিম প্রিয়ার নীলা গুলরুখ লাজুক নেকাবে ঢাকা
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত”।)
অন্যদিকে “মাইরি... আব তেরা কিয়া হোগা কালিয়া... সমঝদার...” ইত্যাদি হিন্দি শব্দে তাঁর কোন আপত্তি ছিলো না।অবশ্য তাঁর সেই বক্তিতায় আমারও কোন আপত্তি নেই।তবে ঘোর আপত্তি আছে বর্তমান “বাবু” শব্দটার ব্যবহার নিয়ে!
এখন বাবু শব্দটা ব্যবহার করে ক্যাপলযুগল মানে ওই প্রেমিক-প্রেমিকা আর কি! এতে করে ছোট বাচ্চাদের আফসোসের যেন অন্ত থাকে না।তাহলে কি ব্যাপারটা এমন যে, যখন যে শব্দ যেখানে মানায় তখন সেই শব্দ সেখানে সেট করে দেওয়া যেতেই পারে! মানে এই এই বাঙালী সাংস্কৃতির যে বারোভাজা টাইপের দশা সেটা নিয়েই বলছিলুম।মজার ব্যাপার হলো, কারো কারো নামও এখন বাবু।তা তিনি জন্ম থেকেই জেন্টলম্যান হয়ে এসেছেন দুনিয়ায় না কি এই বাবু থিমটাই একটা ভ্রম সেটা আমার আজও জানা হলো না।কারণ, জেন্টলম্যান এর থিমটা না জানলে জেন্টলম্যান হবো কি করে? অদ্ভূত তো!
হ্যাঁ, আমি ইংরেজির কিছু শব্দ ব্যবহার করেছি এই আর্টিকেল লিখতে গিয়ে।কারণ আমার মনে হয়, মানুষ এখন মুঠোফোনের চেয়ে মোবাইল শব্দটা ব্যবহার করলে ভালো বুঝে।প্রমথ চৌধুরী থাকলে নিশ্চয় বলতেন, “বেটা! চালিয়ে যা”।কিন্তু স্যার সে আর হলো কোথায়।যিনি এখন নীতিবাক্যে ঝাড়ছেন, হতে পারে তিনি তার সেই নীতির দেয়াল ভাঙতে চাইছেন না।বা অন্যরা ভাঙছে তা দেখে ঈর্ষে হচ্ছে কারণ তিনি সেই নীতির ফাঁকে যে রীতি আছে তা ভাঙতে পারছেন না।
কিন্তু, দিনশেষে প্রশ্ন থেকেই গেলো, আমরা যারা এই বাঙালী, বাংলাদেশে বাস করি, ভাষার জন্য প্রাণ দিয়েছি।অন্তত তারা কি শব্দ চয়নের ব্যাপারে সতর্ক হবো না! এখন সেই সতর্কতা কেমন হতে হবে? সেটার মাপকাঠিই বা কি হবে? কারণ একজন বাঙালী ইংরেজি জানবে না তা কেমন হয়! বা তাতে দোষেরই বা কি আছে? এবং ইংরেজি জানলেই কি তিনি বাবুর খেতাব পাবেন? আবার অন্যদিকে বাবু খেতাব না নিলে কি জাত যাবে?
০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৯
মি. বিকেল বলেছেন: আপনার স্ত্রী আপনাকে কি বলে ডাকে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।ধন্যবাদ।
২| ০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো কে, ইংরেজি না শেখা পর্যন্ত বাঙালির মুক্তি নেই!
০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১২:০৩
মি. বিকেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:০৪
অন্তরা রহমান বলেছেন: বাবু নিয়ে আপনার এই পোস্টখানা পড়ে সদ্য ভাইরাল হওয়া কথাটি বলে গেলাম,'ভাভারে ভাভা।' ইয়ে, ঐ বিতার্কিকের নাম কি চন্দ্রিল। লিংক হবে?
০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১২:০৫
মি. বিকেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি ঠিকই ধরেছেন।লেখাগুলো উনার কথা থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছি।কিন্তু লিংক দেবার ব্যাপারে একটু অলসতা দেখালাম।
ধন্যবাদ।
৪| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাবু সংস্কৃতির জন্ম বাংলাদেশে হয় নাই। হয়েছে কলকাতাতে। ব্রিটিশ আমলে।
০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩২
মি. বিকেল বলেছেন: জন্ম কোথায় আর মৃত্যু কোথায় হতে চলেছে সেটা বোধহয় ভিন্ন আলোচনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৯ ভোর ৬:৪৩
রাজীব নুর বলেছেন: আমার স্ত্রী তো আমাকে বাবু বলেই ডাকে।