নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ। তাই সাধারণের মাঝেই ডুবে থাকতে ভালোবাসি।

মি. বিকেল

লেখক ও অভিনেতা

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

বয়েস যখন আঠারো

১২ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৫৭

বয়েস যখন আঠারো
-মেহেদি হাসান

গলার স্বর ভাঙ্গতে আরম্ভ করলো কিন্তু তুমি আমায় পুরুষ বলে স্বীকার করলে না
স্বীকার করলে না ভেবে আফসোস হলো, সেটাও স্বাভাবিক ধরে নিয়েছিলাম
যে পুরুষের সাথে তুমি উঠাবসা করছো খবর পেলাম সে একজন জব হোল্ডার

আমাদের রাত জাগা কথাগুলো তোমার মনে পড়ে?
একদিন খুব করে কেঁদে কেঁদে বলেছিলে, শুভ্র প্লিজ! আমাকে ছেড়ে যেয়ো না
তোমাকে ছাড়া আমার আকাশটা অনেক ফ্যাকাশে লাগে

স্মার্টফোনের চার্জের শেষ অবধি কথা চলতো, মনে পড়ে?
মিনিট বা ঘন্টার হিসেব না রাখা মেয়েটি হঠাৎ করে এত হিসেবি হয়ে গেল!
এবং তোমার এই কনসেপ্টে আমি অন্তত স্মার্ট হতে পারলুম না

দুঃখ নেই, দুঃখ নেই, একদম দুঃখ নেই
ইংরেজীতে একটা কথা আছে না! নাথিং লাস্ট বাট দ্য মেমোরিস
আবার এত নস্টালজিয়াও হবার হয়তো বয়েস হয়নি

যদি কোন একদিন সবুজ আসে, শিশির ভেজা ত্বকত্বকে সবুজ
আমি আবার নিজেকে খুঁজে নিবো
নতুবা ধরো কাউকে এই আমি-ই আমাকে ডোনেট করে দিবো

কতকিছুই না মানুষ ডোনেট করছে! আমি একটু ভিন্ন রাস্তা ধরলে কি এমন ক্ষতি!
কেউ ব্লাড ডোনেট করছে, কেউ কিডনি ডোনেট করছে
আমি না হয় ছিটকে পড়া কোন মানুষকে আমার হার্টটা ডোনেট করে দিবো

তুমি ভালো থেকো, ভালো থাকার অভিনয় করো না
আইকোনের কাজলটা ভিজে চেহারাটা নোংরা করো না
কোন একদিন মনে পড়লে একটা টেক্সট করে দিও

আমি ঠিকঠিক জায়গায় সময়মত হাজির হয়ে যাবো
কি করবো বলো! দেরি করার অভ্যেস যে আমার নেই
শুধু তুমি আমায় মনে রাখাটা জরুরী মনে করেছিলাম।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৪

হোয়ারইজসাগর বলেছেন: সুন্দর!

১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

মি. বিকেল বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।

১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

মি. বিকেল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.