নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

মি. বিকেল

আমি মোঃ মেহেদি হাসান, কলম নাম মি. বিকেল।

মি. বিকেল › বিস্তারিত পোস্টঃ

ইনসোমনিয়া(অনিদ্রা): কারণ, লক্ষণ এবং চিকিৎসা

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪০




ইনসোমনিয়া (অনিদ্রা) সম্পর্কে আমরা কম বেশি সবাই ওয়াকিবহাল। কিন্তু এটি যে একটি গুরুতর মানসিক সমস্যা সে ব্যাপারে আমাদের ধ্যান কম। অনেকক্ষেত্রে নেই বললেই চলে। প্রসঙ্গত, এর আগেও কিছু মানসিক সমস্যা সম্পর্কে আমি লিখেছি। চেষ্টা করেছি লেখাগুলোকে তথ্যবহুল রাখার। কোন কোন ক্ষেত্রে হিতে বিপরীত হয়েছে, মানে আমাদের অল্প-স্বল্প কোন সমস্যা থাকলেও সে বিষয়ে নিজেরা ভূগছি বলে দাবী করার প্রবণতা লক্ষ্য করেছি।

এর খারাপ দিক কি? এর খারাপ দিক হলো, সমস্যাটি যেহেতু মানসিক আর আপনি মনে মনে গেঁথেও নিচ্ছেন আপনি উক্ত রোগে আক্রান্ত তবে হতে পারে একদিন সত্যি সত্যিই সেই রোগটি আপনার মনে বাস বানায় এই সম্ভাবনা।


ইনসোমনিয়া (Insomnia) মূলত কী?

রাতে ঘুমাতে গেলে যে কারণে ঘুমাতে পারেন না সেটাই হলো ইনসোমনিয়া। কিছু কিছু মানুষ আছেন যাদের রাতেরবেলা একেবারেই ঘুমুতে পারেন না। এতে করে খুব স্বাভাবিক তিনি দিনেরবেলা ঢুলুঢুলু থাকেন, শিক্ষাজীবন হোক বা কর্মজীবন হোক এর রয়েছে মারাত্মক ক্ষতকর দিক।

যদিও ইনসোমনিয়াকে সাধারণ শব্দে বলা হয়- যখন ঘুম ঠিক মত হয় না বা ঘুম আসে না। কিন্তু যদি গভীরভাবে এটাকে পর্যবেক্ষণ করা যায় তাহলে বিভিন্ন ভাগে এটাকে বিভক্ত করা যায়। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে, ইনসোমনিয়া (Insomnia) ।


ইনসোমনিয়া (Insomnia) এর উপসর্গ সমূহ
বিশেষ বিশেষ কয়েকটি উপসর্গ আমি এখানে উল্লেখ করছি,

১. ঘুম না আসা
২. মাথাব্যাথা করা
৩. কাজে মনোনিবেশ করতে না পারা
৪. সারাদিন ক্লান্তিতে কাটা
৫. মুড সুয়িং ইত্যাদি।


এছাড়া রাতের ঘুমের ক্ষেত্রে আমরা তিন সেকশনে আমাদের ঘুম কে বিভক্ত করতে পারি,

১. ঘুম ঠিক মত না আসা। এক্ষেত্রে ঘুমানোর পর দুই বা তিনঘন্টা চলে যাচ্ছে কিন্তু ঘুমের কোন খবর নেই। এপাশ থেকে ওপাশ হচ্ছেন কিন্তু ঘন্টাও ফারাক পড়ছে না।

২. ঘুম তো আসে কিন্তু খুব সহজেই ভেঙ্গে যায়। এই ধরণের মানুষ যারা আছেন তাদের রাতে কয়েক দফা ঘুম ভেঙ্গে যায় যার ফলে নতুন করে ঘুম আসে না।

৩. ঘুমও আসে, ঘুম ভাঙ্গেও না। কিন্তু খুব সকাল সকাল ঘুম ভেঙ্গে যায়।

এসব হলো রাতের সমস্যা। কিন্তু দিনেও যদি ঘুম আসা বন্ধ হতে শুরু করে বা এই ধরণের সমস্যা দেখা দেয় তবেই সেটাকে ইনসোমনিয়া বলা হয়ে থাকে। দিনে বহু রকমের সমস্যা হতে পারে। সেমন ধরুন, ক্লান্তি আসা, মাথাব্যাথা করা, মুড সুয়িং, মনোযোগে সমস্যা ইত্যাদি।


ইনসোমনিয়া (Insomnia) এর প্রকারভেদ
বেশ কয়েক ধরণের ইনসোমনিয়া আছে। সেসবের মধ্যে প্রধান দুটি হচ্ছে, ১. Acute Insomnia ও ২. Chronic Insomnia


Acute Insomnia – এর ক্ষেত্রে কী ঘটে?
Acute Insomnia – হচ্ছে “শর্ট টার্ম ইনসোমনিয়া”। এই ইনসোমনিয়া কয়েকটা দিন বা কয়েক সপ্তাহ জুড়ে ঘটতে পারে। এই ধরণের ইনসোমনিয়া কারো মধ্যে প্রবেশ করার বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন ধরুন, কারো মাঝে অনেক বেশি বাজে অভিজ্ঞতা আছে, অথবা স্ট্রেস আসার জন্যও হয়ে থাকে। হতে পারে সেটা কাজের চাপের জন্য স্ট্রেস আসছে বা অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু সমাধান মিলছে না। তবে বেশ দ্রুত এই ধরণের ইনসোমনিয়া থেকে উদ্ধার পাওয়া যায়। কারণ এটা শর্ট টার্ম বা সাময়িক ইনসোমনিয়া। তাই এই ধরণের ক্ষেত্রে কোন ধরণের মেডিসিন বা থেরাপি নেবার প্রয়োজন পড়ে না।


Chronic insomnia – এর ক্ষেত্রে কী ঘটে?
Chronic insomnia – এর ক্ষেত্রে অনেক কারণ দেখা দিতে পারে। কোন শারীরিক সমস্যা যা দীর্ঘ সময় ধরে চলছে যেমন, জয়েন্ট প্রব্লেম, ব্যাক-এজ বা হার্টের সমস্যা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা ঘুমানোর জন্য কিছু ট্যাবলেট নিয়ে থাকি। এসবের সাইড-ইফেক্ট মারাত্মক। বিশেষ করে সন্ধ্যার পর ঘুমের ট্যাবলেট নিলে এই ধরণের সমস্যা আরো বাড়তে পারে।

তৃতীয় ধাপে যে বিষয়টি রাখছি সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনের রুটিন। অনেকের আমার মত রাত জাগার অভ্যেস থাকতে পারে। এতে সমস্যা কি? এতে সমস্যা হচ্ছে, যখন আপনি খুব দ্রুত ঘুমাতে যাবেন তখন কিন্তু দ্রুত ঘুমাতে পারবেন না। আপনার যে রুটিন আছে বা যে অভ্যেস আছে ঠিক সেই সময় ছাড়া ঘুমানো মুশকিল হতে পারে। এছাড়াও আমরা যারা ল্যাপটপে, ডেস্কটপে কাজ করি বা যে কোন অনলাইন গ্যাজেটে কাজ করছি এসবও আমাদের অনিদ্রার কারণ হতে পারে।

আরো বিভিন্নভাবে ইনসোমনিয়াকে ব্যাখ্যা করা যায়। শরীর যখন ক্লান্ত-ই না হয় বা কোন চিন্তা থেকে মুক্তি-ই না পায় তবে চোখে ঘুম আসবে কি করে? আমাদের শরীর ক্লান্ত হওয়াও তো জরুরী আর পাশাপাশি শান্ত একটি মস্তিষ্ক দরকার। যে ব্যক্তি কোন বিষয়ে গভীর চিন্তায় সারাক্ষণ মগ্ন থাকেন বা দুঃশ্চিন্তায় থাকেন তারপক্ষে ঘুম না আসা খুব স্বাভাবিক।


ইনসোমনিয়া (Insomnia) নিয়ে কথা বলা জরুরী কেন?

বর্তমানে টিনেজারদের মধ্যেও ইনসোমনিয়া হয়ে উঠেছে একটি প্রাসঙ্গিক বিষয় এবং ভয়ংকর একটি সমস্যা। এছাড়াও বিভিন্ন বয়সী মানুষদের মধ্যে ইনসোমনিয়া লক্ষ্য করা যায়। এটা এক ধরণের সাইকোলজিক্যাল সমস্যা। কিন্তু এই সাইকোলজিক্যাল সমস্যা দীর্ঘায়িত হলে উক্ত ব্যক্তির মধ্যে নানাবিধ শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।
ইনসোমনিয়া (Insomnia) কেন হয়?
প্রধান তিনটি মানসিক সমস্যার কারণে এই রোগ আমাদের ধরতে পারে,

১. Stress
২. Anxiety
৩. Depression

যখন আমরা এমন কিছু বিষয়ে চিন্তা করি যার কারণে আমাদের মন অধিক সক্রিয় হয়ে পড়ে যেমন, অফিস ওয়ার্ক, স্টুডেন্টদের জন্য পরিক্ষার প্রেসার, এক বিজনেসম্যানের জন্য শেয়ার মার্কেটের উপরে ওঠা বা নীচে নামা, অথবা ফাইনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে যাওয়া ইত্যাদি। এসবের জন্য আমাদের মন অনেক বেশি সক্রিয় হয়ে পড়ে এবং ঘুম আসা কঠিন হয়ে যায়।

এছাড়া আপনাকে জুড়ে অতীতের কোন খারাপ অভিজ্ঞতা যদি থেকে থাকে এবং তার বাজে প্রতিক্রিয়া আপনার উপর এসে পড়ে তাহলেও এই সমস্যা হতে পারে। যেমন, পরিক্ষায় ব্যর্থ হওয়া, জব চলে যাওয়া, ব্রেকাপ/ডিভোর্স হয়ে যাওয়া, কোন সিরিয়াস রোগ বা কাছের কারো মৃত্যু ঘটা। এসব ক্ষেত্রেও ইনসোমনিয়া ডেভেলপ হবার সম্ভাবনা থাকে। তাছাড়াও আমাদের বদ অভ্যাস যেসব থাকে যেমন বেশি বেশি টেলিভিশন দেখা, স্মার্টফোন ব্যবহার করা, ঘুম থেকে উঠার কোন রুটিন নেই এসবও ইনসোমনিয়াকে পয়দা করতে পারে।


ইনসোমনিয়া (Insomnia) এর ট্রিটমেন্ট কি?

সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের আগে এমন কিছু বিষয়ে কথা বলা যাক যা আমরা নিজেরাই করতে পারি।

১. প্রথমে আমাদের ঘুমানোর এবং ঘুম থেকে উঠবার সঠিক সময় নির্ধারণ করা উচিত।
২. যদি অনেক বেশি ক্লান্ত লাগে এবং প্রচন্ড ঘুম পায় তবে একটা কুইক ন্যাপ নেওয়া ভালো।
৩. কোন কাজ আটকে আছে বা আরো বেশি পড়বার প্রয়োজন আছে এতে করে যদি নিজেকে জোর করে আমরা জাগিয়ে রাখি এতেও এই সমস্যা হতে পারে।
৪. সন্ধ্যাবেলায় একটু অনুশীলন বা হাঁটাহাঁটিও অনেক কাজের।
৫. এছাড়া যে রুমে থাকেন সেই রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। পাশাপাশি সেই রুমে অনেক জিনিসপত্র না রাখাই ভালো।
৬. খাবার খেয়েই ঘুমাতে যাওয়া ঠিক হবে না। আপনি খাবার শেষে নিজেকে একটু সময় দিন, একটু ঘুরে আসুন তারপর ঘুমান।
৭. ঘুমানোর পূর্বে ফোন ও ইন্টারনেটের ব্যবহার বন্ধ করতে হবে।

এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে ইনসোমনিয়া থেকে দূরে রাখবে। আর যদি আপনি খুব খারাপ মানসিক স্টেজে থাকেন সেক্ষেত্রে আপনি সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন।


ইনসোমনিয়া (Insomnia) ও সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট


সাইকোলজিক্যাল বেশ কিছু ট্রিটমেন্ট আছে। এসবের মধ্যে হলো,

১. Light Therapy
২. Stimulus control Therapy
৩. Cognitive Behavioral Therapy

এসব ট্রিটমেন্ট বিশেষ করে ইনসোমনিয়ায় আক্রান্ত রোগীদের দেওয়া হয়। খেয়াল রাখবেন, ইনসোমনিয়া সারাতে গিয়ে স্লিপিং পিল একদম নেবেন না। যদি নিতেই হয় তবে সেটাও সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী নিতে পারেন।

আজ এই পর্যন্তই। ইনসোমনিয়ায় আকান্ত সবার সুস্থতা কামনা করছি, ধন্যবাদ।

এছাড়া আমার ব্যক্তিগত ওয়েবসাইট ভিজিটও করতে পারেন: https://backspace-journal.com

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: আমি ইনসোমনিয়ার ভূগছি। জানেন সারারাত আমার খুব আসে না। প্রথম প্রথম খারাপ লাগতো। এখন অভ্যাস হয়ে গেছে। আমার ঘুম আসে ভোরের দিকে। তাই এখন মুভি দেখি। ভোরের দিকে ঘুমাতে যাই।

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫০

মি. বিকেল বলেছেন: দীর্ঘ সময় এমন অভ্যেস থাকলে আপনার স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থেকেই যায়।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:



৭০ বছর বয়সের মানুষের কতক্ষণ ঘুমানো উচিত?

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫২

মি. বিকেল বলেছেন: কমপক্ষে ৮ ঘন্টা...

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৩

মিরোরডডল বলেছেন:



একসময় সিভিয়ার ইনসোমনিয়া ছিলো ।
দীর্ঘ সময় ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছে ।

এখন মাঝে মাঝে এলোমেলো হয় ।
যেমন আজ, প্রায় ভোর ৪:৩০ বেশী ।
এখন ঘুমাতে যাবো ।

লেখাটা উপকারী ।

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫১

মি. বিকেল বলেছেন: ধন্যবাদ। আমারও রাত জাগার মত বদ অভ্যাস আছে। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। ধন্যবাদ

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৪

আইজ্যাক আসিমভ্‌ বলেছেন: বাংলাদেশের মনোরোগ চিকিৎসক থেকে পীর ফকিররাও ভাল চিকিৎসা দিতে পারে। আমার ভীতির সামান্য সমস্যা ছিল। কিন্তু ঘুম কিংবা স্বাস্থের কোন সমস্যাই ছিল না। ঘুমাতে পারতাম পাগলের মত। ফোবিয়ার সমস্যার জন্য এক মনোরোগের শরণাপন্ন হই। উনি আমাকে ক্লোফ্রানিল নামক এক বিষ দ্বারা ট্রিটমেন্ট করে। এক বছরের মাঝেই আমার মস্তিষ্ক সম্পূর্ণ বিগড়ে যায়। ভয়াবহ ইনসমনিয়ার সমস্যা হয়। সেটা ছিল ক্লোফ্রানিল-এর সাইড এফেক্ট। সামান্য সমস্যার সমাধান পেতে গিয়ে আরো ভয়াবহ সমস্যায় গিয়ে পড়ি। বারো বছরেরও বেশি হয়ে গেছে, এখনও আমার ঘুম ঠিক হয় নাই। পড়াশুনা, চাকড়ি-বাকরি এমনকি বিয়ে শাদী সব চুলায় গেছে। এখন ওই হাসপাতালের পাশ দিয়ে কখনো গেলে সেই মনোরোগ চিকিৎসককে উদ্দেশ্য করে নানা প্রকারের অমৃতবচন নিঃশব্দে জপা শুরু করি। ইনসমনিয়ায় কেউ ভয়াবহ আক্রান্ত হলে প্রথমেই মনোচিকিৎসকের কাছে হুট করে দৌড় দেয়া নিতান্ত বোকামি। বরঞ্চ প্রথমে একজন ভাল সাইকোলজিস্ট এর শরণাপন্ন হওয়া দরকার। কাউন্সিলিং অনেক কাজে দেয়। আর উপান্তর না থাকলে যদি কারো আর্থিক অবস্থা স্বচ্ছল হয় তাহলে ভিনদেশে গিয়ে যেন সাইক্রিয়াটিস্ট দেখায়। আর আমার মত ভাঙ্গা চূড়া অবস্থা হলে, প্রথমে পীর-ফকিরের কাছেই যাওয়া শ্রেয়। তবে মোহিত কামাল স্যার অনেক ভাল, উনি অন্যান্যদের মত ধুম ধাম আকারণে এন্টিডিপ্রেশেন্ট দিয়ে রোগীর জীবনে তামা তামা বানান না।

০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৫

মি. বিকেল বলেছেন: আপনার অভিজ্ঞতা জেনে খারাপ লাগছে। মানসিক সমস্যা কে আমাদের নিশ্চয় গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং প্রয়োজনীয় ট্রিটমেন্ট নেওয়া উচিত।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

কল্পদ্রুম বলেছেন: বিস্তারিত অনেক কিছুই জানতে পারলাম।

১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৫

মি. বিকেল বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৯

সাজিদ! বলেছেন: এখন স্লিপ মেডিসিন নামের ছোট একটা ব্রাঞ্চ এসেছে মেডিসিনের। চমৎকার পোস্ট। আসিমভ ভাইয়ের বাজে অভিজ্ঞতা পড়ে খারাপ লাগলো।

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫২

মি. বিকেল বলেছেন: আমি এরকম অভিজ্ঞতার মানুষদের সাথে পরিচিত হয়ে বেশ কষ্ট পেয়েছি। তারপর ভাবলাম একটু লিখি এই সম্পর্কে। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.