নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডার্ক সাইকোলজি নিয়ে দশম কিস্তি। দশম পর্বে আমি ডার্ক সাইকোলজির ‘ডার্ক ট্রায়াড (Dark Triad)’ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রতিবারের মত এবারেও সতর্কতা হচ্ছে, ডার্ক সাইকোলজির কোনো কৌশল কারো উপর প্রয়োগ করা থেকে দূরে থাকবেন। এই কৌশলগুলো নিয়ে আলাপ করার উদ্দেশ্য হলো আমরা সবাই যেন সাবধান থাকি। মানুষ খুব সহজেই আমাদের কে ব্যবহার/অপব্যবহার বা কোনরুপ মানসিক অশান্তির মধ্যে না ফেলে দিতে পারে।
‘ডার্ক ট্রায়াড (Dark Triad)’ যেসব ব্যক্তির মধ্যে খুঁজে পাওয়া যায় তাদের মধ্যে নিম্নোক্ত এই ৩টি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে,
১. নার্সিসিজম (Narcissism)
২. ম্যাকিয়াভেলিয়ানিজম (Machiavellianism)
৩. সাইকোপ্যাথি (Psychopathy)
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রায় প্রায় শুনে থাকি অমুক-তমুক খুবই ‘টক্সিক (Toxic)’ প্রকৃতির মানুষ। টক্সিক মানুষদের থেকে দূরে থাকার পরামর্শ আমরা সবাই কমবেশি একে-অপরকে দিয়ে থাকি। কিন্তু কি করে বুঝবেন অমুক-তমুক একজন সত্যিই টক্সিক মানুষ এবং আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
অন্যকে বিষাক্ত বলার সময় আমাদের সাবধান হতে হবে এবং কোনো ব্যক্তি যদি সত্যিই টক্সিক হয় তাহলে আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। ডার্ক ট্রায়াডের উল্লেখিত বৈশিষ্ট্য কারো মাঝে যদি প্রকাণ্ডভাবে উপস্থিত থাকে তাহলে উক্ত ব্যক্তি একজন সত্যিকারের ‘টক্সিক (Toxic)’ প্রকৃতির মানুষ এবং এমন মানুষের সাথে জীবনে যদি ভুলেও সাক্ষাত হয় তাহলে এদের থেকে সবসময় ১০০ গজ দূরত্ব অবলম্বন করুন।
এদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ‘নার্সিসিজম (Narcissism)’। নার্সিসিজম বা আত্মমুগ্ধতায় ভোগা এসব ব্যক্তি সারাক্ষাণ “আমি... আমি... আমি...” করতে থাকে। এরা মনে করে পৃথিবী এদেরকে কেন্দ্র করে ঘুরছে। নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং অন্যর খারাপ পরিস্থিতির প্রতি শূন্য মাত্রার ‘সমব্যথী (Empathy)’ প্রকাশ করে থাকে। সার্বক্ষণিক নিজের প্রশংসা পাওয়ার জন্য মুখিয়ে থাকে। ব্যক্তিগত সমস্ত অর্জনের এক ধরণের সামাজিক স্বীকৃতি সবসময় প্রত্যাশা করে।
এদের মাথা নিজেকে ছাড়া পৃথিবীর অন্য কিছু নিয়ে চিন্তা করতে অক্ষম। কাউকে সাহায্য করার কথা এরে ঘূর্ণাক্ষরেও ভাবতে পারে না; ওতে সময় ও টাকার অপচয় মনে করে সবসময়। নিজের সৌন্দর্য নিয়ে নিজেই এত মুগ্ধ থাকে এতে বাকিরা সেটা আর মূল্যায়ন করার সুযোগ-ই পায় না। এই ধরণের ব্যক্তি সবসময় মনে করেন তার দ্বারা ভুল হওয়া একরকম অসম্ভব সুতরাং তাকে নিয়ে সমালোচনাও করা যাবে না। নিজেকে সুপিরিয়র পাশাপাশি কাছের মানুষদের ক্রমান্বয়ে ইনফেরিওর ভাবাতে একরকম বাধ্য করে। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া একটি জনপ্রিয় হিন্দি গান, “মে ইতনি সুন্দর হু মে কিয়া কারু!” – দেখে আমার শুধু বলার, “তুই ডাক্তার দেখা বোন?”
দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, ম্যাকিয়াভেলিয়ানিজম (Machiavellianism)। ইতালীয় একজন বিখ্যাত দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি ১৫১৩ সালে একটি বই লেখেন ‘দ্য প্রিন্স (The Prince)’ নামে। এই বইটি প্রকাশিত হয় ১৫৩২ সালে (লেখকের মৃত্যুর ৫ বছর পর)। এই বই থেকেই মূলত আমরা জানতে পারি মানুষের মধ্যে ম্যাকিয়াভেলিয়ানিজম বৈশিষ্ট্য সম্পর্কে। ম্যাকিয়াভেলিয়ানদের মধ্যে কৌশলী এবং প্রতারণামূলক উপাদান দেখা যায়। এরা চোখে চোখ রেখে মিথ্যে কথা বলতে সক্ষম এবং প্রয়োজনে প্রয়োজনীয় ডেটা (তথ্য) গোপন রাখতে সক্ষম। কারণ পরবর্তী সময়ে ঐ লুকায়িত তথ্যকে এরা হাতিয়ার হিসেবে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। আর এদের মিথ্যা বলার কাছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপেক্ষিকভাবে বাচ্চা পর্যায়ে রয়েছেন।
‘দ্য প্রিন্স’ বই যারা পড়েছেন তাদেরকে এই বৈশিষ্ট্যর ব্যাখ্যা না দিলেও চলে। ম্যাকিয়াভেলিয়ানরা প্রভাব বিস্তার করতে দৃঢ় প্রতিজ্ঞ। পরিবারে কোনো অনুষ্ঠান হলে তার মনমর্জি মতন হতে হবে, কোনো সংগঠনে থাকলে সেখানেও যা ঘটবে তার মনমর্জি মতন হতে হবে আর রাষ্ট্রের নায়ক হলে তো হয়েছে! হিটলারের বাপ হিসেবে দেখা দিতে পারে। কোনো বিষয়ে আপনার সিদ্ধান্ত যথেষ্ট ভালো হলেও ওদের মত না হলে তা ঠিক হলো না, চলে না, গেল না, মানালো না, মানি না... ইত্যাদি এদের মনে চলতেই থাকে।
কারণ অন্যের সিদ্ধান্তে চলা যেকোনো ঘটনার মধ্যে এরা নিজের প্রভাব হারিয়ে ফেলেছেন বলে মনে করেন। অথচ, নিজের বাজে সিদ্ধান্তের মধ্যে এরা সন্তুষ্টি খুঁজে পান চাই তার ‘Consequence’ যা-ই হোক না কেন! সম্পর্কের ক্ষেত্রে পার্টনারকে কমবেশি আমরা সবাই নিজের মত করে রাখতে চাই, কিছু আপোষ করি, কিছু মেনে নিই আর কিছু ছেড়ে দিই। এরা বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে এদের মত সব হতে হবে বলে দৃঢ় প্রতিজ্ঞ এবং আপোষহীন। সবার উপর (পার্টনার, পরিবার, আত্বীয়-স্বজন, কর্মক্ষেত্র) নিজের মতামত আপোষহীন ভাবে চাপিয়ে দেওয়া-ই এদের মূখ্য উদ্দেশ্য।
এদের শব্দভান্ডারে ‘নীতি-নৈতিকতা’ বলে কিছুই নাই। নিজের স্বার্থের জন্য যেখানে যে পরিমাণ নীতি বিবর্জিত হতে হয় এরা সেটাই করবে। নীতি-নৈতিকতা এবং ফতোয়া বা আইন-কানুনের প্রশ্নে এরা এত উদাসীন যে নিজের লক্ষ্যের ক্ষেত্রে এসবকে এরা মোটেই পাত্তা দেয় না। শুধু তাই নয়, অভিনয়েও এরা ভালো পারদর্শী। এরা জানে মানুষকে কীভাবে আবেগী করে তুলতে হয়। কখনো হাসে তো কখনো কাঁদে; ধরার কোনো উপায় নাই। কিন্তু মানুষ এই মায়া কান্না দেখে বিশ্বাস করে ও আবেগী হয়ে ওঠে এবং এক পর্যায়ে তিনি যা চাইছেন সেটাই করতে বাধ্য হোন। কিন্তু এই হাসি বা এই কান্না ছিলো সবটুকুই মিথ্যা।
প্রভাব বিস্তার, লক্ষ্য অর্জন বা স্বার্থে পৌঁছার ক্ষেত্রে সড়কের মাঝ রাস্তায় ন্যাংটো হয়ে নাচতেও রাজী, মিথ্যে হাসি দিয়ে ভুলাতেও রাজী, মিথ্যা কান্না দিয়ে উদ্দেশ্যে হাসিলে আপোষহীন।
তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সাইকোপ্যাথি (Psychopathy)। আমরা কথায় কথায় মজা করে বলি, “এই তুমি সাইকোপ্যাথ নাকি!” শব্দটা পরিচিত হলেও ডার্ক ট্রায়াডের প্রেক্ষাপটে এই ধরণের ব্যক্তিত্ব ব্যবচ্ছেদ করতে গেলে গা শিউরে উঠবে। এদের মধ্যে সহানুভূতির অভাব দেখা যায়। আপনার যত্নের বাগানের কোন ফুলের গাছ নষ্ট করা, পোষা বিড়ালকে মেরে ফেলা, নতুন ল্যাপটপের স্ক্রিনে ক্র্যাচ ফেলা, নতুন গাড়ি (বাইক/কার) চাকা ফুটো করে দেওয়া ইত্যাদি। এখন আপনি যদি এদেরকে বলেন, “কেন?” তাহলে খুব সম্ভবত অদ্ভুত সব উত্তর পাবেন।
আরো একটি বিষয় হচ্ছে, এদের মধ্যে অপরাধবোধ থাকে না। আপনার ম্যানিব্যাগ থেকে টাকা চুরি করা থেকে শুরু করে আপনাকে মেরে ফেলা পর্যন্ত এদের কোনোভাবে অপরাধবোধ কাজ করে না। এরা মনে করে, এসব কর্মকাণ্ড খুবই স্বাভাবিক বা তাদের অধিকার বা প্রয়োজনীয় যুক্তি আছে এসব করবার।
খুন ও ধর্ষণের জন্য কিছু বিশ্ব বিখ্যাত সাইকোপ্যাথিক মানুষদের তালিকা,
১. টেড বান্ডি
২. জন ওয়েন গ্যাসি
৩. রিচার্ড রামিরেজ
৪. রবার্ট পিকটন
৫. ডেভিড বারকোভিটজ
এদের সম্পর্কে একটু গুগল সার্চ দিয়ে নেবেন। ঠান্ডা মাথায় এত এত মানুষকে খুন ও ধর্ষণ করে হত্যা করেছেন এবং এতে এদের কোনো অপরাধবোধ পাওয়া যায় নাই। হ্যাঁ, সাইকোপ্যাথ কাউকে বলার আগে এখন থেকে একটু ভাববেন। কারণ এই শব্দটি খুব বেশি সুবিধার নয়। এছাড়াও এরা এমন কিছু কাজ করে যার মধ্যে সেন্স খুঁজে পাবেন না।
অযাচিত ঝুঁকি নেওয়া, অকারণে মিথ্যা বলা, হঠাৎ করে আক্রমনাত্মক বা সহিংস হয়ে ওঠা ইত্যাদি। আবার কাউকে ঠকাচ্ছে, কিন্তু কেন ঠকাচ্ছে? তার কারণ খুঁজে পাওয়া যাবে না। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে দেখবেন, ওর কাজ যেটা সেটা ঠিকভাবে করেও নাই এবং এই নিয়ে অপরাধবোধও নাই। এই তো সেদিনের কথা, এক লোক সকালবেলা চায়ের দোকানে আমার সামনে বলছে তিনি তার বউকে কীভাবে পেটান! শুধু তাই নয়, বউকে পেটানোর সুফল সম্পর্কে সকলকে জ্ঞাত করছেন! ননসেন্স।
উপরোক্ত ৩টি বৈশিষ্ট্য যুক্ত করুন এবার ভাবুন এমন একজন মানুষ ঠিক ক্যামন হতে পারে? টক্সিক... টক্সিক... টক্সিক... করে কাউকে ট্যাগ করার পূর্বে অন্তত আমরা নিজেই টক্সিক কিনা তা জানা এবং বুঝা জরুরী। তবে একটা কথা সত্যি, আপনি মানসিকভাবে যত বেশি ডিস্টার্ব তত বেশি সৃজনশীল হতে পারবেন। খুব আরামপ্রিয় জীবন আমাদের ভালো সাইকিয়াট্রিস্ট বা সাহিত্যিক হয়তো বানায় না। মানুষের মন ব্যবচ্ছেদ করতে গেলে কিছুটা হলেও নিজেরও কিছু অভিজ্ঞতা থাকা জরুরী হয়ে পড়ে। শরীরের মত করে মনও ব্যবচ্ছেদ করতে গেলে কখনো কখনো মানসিক ভাবে ডিস্টার্ব হওয়া জরুরী হতে পারে।
যাকগে, আজকের এই প্রবন্ধ আপনাদের উপকারে কিছুটা হলেও লাগবে। কোনোপ্রকার ভুল থাকলে মন্তব্যে সেটা তুলে ধরতে ভুলবেন না। ধন্যবাদ
Also Read It On: ডার্ক ট্রায়াড: আপনার জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে এই তিনটি বৈশিষ্ট্য!
০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৯
মি. বিকেল বলেছেন: সাইকোপ্যাথি একটি মানসিক ব্যাধি এবং এটি মস্তিষ্কের কিছু সীমাবদ্ধতার কারণে হতে পারে। এটি সারানো কঠিন হতে পারে, তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সহায়তায় কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
নার্সিসিজম এবং ম্যাকিয়াভেলিয়ানিজম মানুষ আস্তে আস্তে অর্জন করতে পারে এবং সচেতন হলে পরিবর্তনও সম্ভব।
কাজের ক্ষেত্রে উচ্চপদে চতুরতা এবং কৌশলগত চিন্তা-ভাবনা অবশ্যই প্রয়োজন। তবে, এই কৌশলগুলো ব্যবহার করার সময় সতর্ক থাকা জরুরি যাতে তা অন্যদের ক্ষতি না করে।
ড. ইউনুসের ক্ষেত্রে ম্যাকিয়াভেলিয়ানিজমের কিছু কৌশল প্রয়োগ করা যেতে পারে, তবে তা অবশ্যই নৈতিকতার মধ্যে থেকে করতে হবে।
আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।
২| ০৩ রা নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪
আহসান হাবীব রুদ্র বলেছেন: দ্যা প্রিন্স বইটি একবার পড়েছিলাম। কিন্তু আপনার বিশ্লেষন দেখে মনে হচ্ছে আবার পড়তে হবে।+++
০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১১
মি. বিকেল বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ! “দ্য প্রিন্স” বইটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ এবং চিন্তা-উদ্দীপক বই। আমার বিশ্লেষণ যদি আপনাকে বইটি আবার পড়তে উদ্বুদ্ধ করে থাকে, তাহলে আমি খুবই আনন্দিত।
বইটি পুনরায় পড়লে আপনি হয়তো নতুন কিছু দৃষ্টিভঙ্গি এবং কৌশল খুঁজে পাবেন যা আগে নজরে আসেনি। আপনার পাঠ অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। শুভকামনা রইলো!
৩| ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:০২
শূন্য সারমর্ম বলেছেন:
সোনার বাংলায় ম্যাকায়াভেলির অনেক ডিমান্ড, আপনি কোন গ্রুপে পড়েন?
০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১২
মি. বিকেল বলেছেন: ম্যাকিয়াভেলির কৌশল এবং তার বই “দ্য প্রিন্স” নিয়ে আলোচনা সত্যিই আকর্ষণীয়। সোনার বাংলায় ম্যাকিয়াভেলির কৌশলের চাহিদা নিয়ে আপনার মন্তব্যটি বেশ মজার।
আমি নির্দিষ্ট কোনো গ্রুপে পড়ি না, তবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং কৌশল নিয়ে আলোচনা করতে ভালোবাসি। আপনার যদি এই বিষয়ে আরো কিছু শেয়ার করার থাকে, তাহলে শুনতে আগ্রহী।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৪
হাসান মাহবুব বলেছেন: সাইকোপ্যাথির মেডিকেল টার্ম হলো এন্টি সোশাল পার্সোনালিটি ডিজঅর্ডার। এই ব্যাধিতে আক্রান্ত মানুষ এমপ্যাথি বোধ করে না বা খুব কম অনুভব করে। ভায়োলেন্ট কাজ করতে তাদের কোনো সমস্যা হয় না। তবে নন ভায়োলেন্ট সাইকোপ্যাথও আছে। সব সিরিয়াল কিলারই সাইকোপ্যাথ, তবে সব সাইকোপ্যাথ সিরিয়াল কিলার না।
০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৪
মি. বিকেল বলেছেন: আপনি সাইকোপ্যাথি এবং এন্টি সোশাল পার্সোনালিটি ডিজঅর্ডার (ASPD) নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।
সাইকোপ্যাথি বা ASPD-এর ক্ষেত্রে এমপ্যাথির অভাব এবং ভায়োলেন্ট কাজ করতে অসুবিধা না হওয়া সত্যিই উদ্বেগজনক। তবে, আপনি ঠিকই বলেছেন যে, সব সাইকোপ্যাথ সিরিয়াল কিলার নয় এবং নন-ভায়োলেন্ট সাইকোপ্যাথও আছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪২
নতুন বলেছেন: সাইকোপ্যাথি সম্ভবত একটা ব্যাধী এটা কারুর মস্তিক্সের লিমিটেসন থেকেই হয়। এটা সারানোর সম্ভন হয়তো না।
নাসিসিজম, মাকিয়ালেলিয়ানজম মানুষ হয়তো আস্তে আস্তে অর্জন করে এবং কোন সময় তাদের ভুল বুঝতে পারলে হয়তো মানুষ পরিবর্তনও হয়ে যায়।
তবে কাজের ক্ষেত্রে উচ্চপদে চতুরতা দরকার আছে, প্রিন্সের মতন পদে থাকলে সবাইর কাছে যেমন ভালো থাকতে হয়, তেমনি কঠর ভাবে সব কিছু নিয়ন্ত্রনে রাখতে হয়।
আমার মনে হয় ড: ইউনুসকে এখন মাকিয়ালেলিয়ানজমের বেশ কিছু ট্রিক্স ব্যবহার করা উচিত। বাঙ্গালীদের নিয়ন্ত্রন বড়ই কঠিন কাজ।