নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪
২০২৪ সালে ১০৫টিরও অধিক নিবন্ধ/প্রবন্ধ/ব্লগ লিখেছি। মানে বছরের ৩৬৫ দিনের মধ্যে ১০৫ দিনেরও বেশি লেখালেখি করেছি। শব্দ সংখ্যা বিবেচনায় ১ লাখের বেশি শব্দ আমি টাইপ করেছি। মানে প্রায় দুটো আদর্শিক উপন্যাস!
এই সমস্ত লেখায় ‘সত্য’ তুলে ধরার ক্ষেত্রে আমার দিক থেকে চেষ্টার কোনরকম কমতি ছিলো না। ২০২৪ সালের শেষের দিকে এসে ব্যাপক মিথ্যা তথ্যে ভরপুর হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এছাড়াও এআই দিয়ে তৈরি ছবি ও আর্টিকেলে ভরপুর হয়ে ওঠে প্রায় সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যম এর কিছু অংশ পর্যন্ত।
এই এআই এর যুগে এসেও ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে টাইপ করে লিখেছি প্রায় সবগুলো লেখা। শুধুমাত্র দুই-একটি লেখায় এআই এর ব্যবহার করেছি তাও নিজ লেখাকে আরো বেশি সত্য ও সঠিক করতে।
তারপরেও আমি দেখতে পাচ্ছি, আমার অনুধাবন এবং আমার সকল তথ্য পুরোপুরি সত্য নয় বা শতভাগ সত্য নয়। সকল তথ্যের উৎস যেমন সত্য নাও হতে পারে বা আধাসত্য হতে পারে ঠিক তেমনি কিছু লেখায় এমন বিব্রতকর তথ্য উঠে এসেছে।
মানতেই হয়, ২০২৪ সাল ছিলো অনেককিছু দেখার ও শেখার বছর। আরো বড় চ্যালেঞ্জ ছিলো, লেখালেখিতে নিরপেক্ষতা বজায় রাখা। এসবের মধ্যে এমন এমন কিছু আর্টিকেল আছে যা লিখতে আমাকে কতিপয় বই পর্যন্ত পড়তে হয়েছে। এবং, কিছু রিসার্চ পেপার ও ওয়েব পোর্টালের নানান অংশ আমাকে অনেক সাহায্য করেছে।
আবার যেহেতু শুধুমাত্র লেখালেখি করা আমার প্রধান কাজ নয় বা একমাত্র কাজ বা পেশা নয় সেহেতু এই পরিমাণ লেখা আমার জীবনের এই পর্যন্ত একটি রেকর্ড সংখ্যা হতে বাধ্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ ও ওয়েবসাইটে এসব লিখা নির্দিষ্ট সময়ে প্রকাশ করা হয়েছে। পাঠক সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে একই সাথে বিরুক্ত প্রকাশ করেছেন এমন পাঠকের সংখ্যাও বেড়েছে।
বছরের এই শেষ সময়ে এসে আমি ক্ষমাপ্রার্থী যদি আমার কোনো লেখা নিবন্ধ/প্রবন্ধ বা ব্লগ আপনাকে আঘাত করে থাকে। এছাড়াও যেসব ব্লগে তথ্যের অভাবের কারণে অসঙ্গতি রয়েছে সেজন্য নিজের ব্যর্থতা স্বীকার করছি। একই সাথে লেখালেখিতে প্রয়োজনীয় নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা অবিরত রয়েছে।
আমি কখনোই রাজনৈতিক দলের স্বার্থে লিখি নাই এবং আগামীতেও লিখবো না। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের কর্মী বা সদস্য নই। আমার লিখতে ভালো লাগে এবং সেখান থেকেই লেখালেখি করা। এখানে বিশেষ কোন উদ্দেশ্য নাই, বিশেষ কোনো দলের স্বার্থ প্রতিষ্ঠা করার ভাবনা নাই। আগামীতেও আমি রাজনৈতিক দলের পক্ষপাতদুষ্ট লেখালেখি করবো না; চাই পুনরায় ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন বহাল হোক বা না হোক।
আমার সকল তথ্য শতভাগ সত্য নয়। কিন্তু সত্যর সন্ধানে আগামীতে সামনের দিকে হাঁটতে চাই। বিনয়ী হওয়ার নামে ‘অসত্য’ বা ‘আধাসত্য’ বা ‘মিথ মেকিং’ করাও আমার উদ্দেশ্য নয়। খুব সম্ভবত এজন্যই আমাকে কারো কারো মোটেই পছন্দ নয়।
অবশ্য কাউকে পছন্দ না করা ভালো কিন্তু সত্য ছাড়া অসত্যের বচনের প্রতি আগ্রহী হওয়াটা কিন্তু ভালো নয়। আবার জরুরী নয়, আমার লেখা পড়তেই হবে এবং একমাত্র আমি-ই সত্য বাকিসব মিথ্যা! আপনার পছন্দ অনুযায়ী লেখা পড়ুন এবং সত্যের সাথে থাকুন।
আসছে ২০২৫ সাল! এবং আরো ব্যাপক মিথ্যা তথ্য বা আধাসত্যের দিনগুলো। এই পরিস্থিতিতে আমি যেন নিরপেক্ষ এবং পক্ষপাতদুষ্ট না হই এজন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী।
Also Read It On: ২০২৪ সালের লেখালেখির অভিজ্ঞতা: সত্যের সন্ধানে এক বছর
২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:০৪
কামাল১৮ বলেছেন: আপনার নিশ্চয় একটা আদর্শ আছে।তার সাথে কি কোন দলের কোন আদর্শের নূন্যতম মিল নাই।যেটাকে আংশিক সমর্থন করা যায়।