![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে কবি ছিল
সখা-সখীতে মিতা ছিল
কবিতা হারিয়ে গেছে
এখন সব বদলে গেছে
কবিতার কবি এবং,
এমন অনেক কিছু।
এখন সে বিভ্রান্তিতে
কালো রং মেশায়
মনের মাঝে
মনের পথচলায়।
এখন তার নীল জ্যোৎস্নায়
নষ্ট অনুভূতি বাসা বাঁধে।
কষ্ট তৈরির কষ্টতে
তার মৃত্যুরূপ সাধে।
।
ফের জাগে আশা কবি হবার
কবিতার ব্যবচ্ছেদে
মুক্ত বাতাসে বাঁচতে আবার।
নেবে কেউ অলীক ভাবনা?
বিনিময়ে চাই কালক্ষয়
জীর্ণকড়ি বিকোবে না,
বিধ্বংসের অভ্যুদয়।
©somewhere in net ltd.