![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার দেওয়া বেলি ফুলের মালাগুলো শুকিয়ে গেছে,
ওগুলোর সাথে জড়িয়ে থাকা আবেগগুলোর মতো।
হ্যাঁ,ফেলে দিতে পারি নি আমি।
আমি সেদিন খুব হেসেছিলাম। বলেছিলাম,
- আমার কি খোঁপা আছে?
এই গুলো কি করব আমি?!!!
তুমি বলেছিলে,
- তোমার এই হাতখানিতে এমন করে জড়িয়ে রেখ। আমি ছুঁয়ে দিলাম।
এমন করেই থাকবো সদা তোমার কাছে,
খুব কাছে।
প্রকৃতি পুনরাবৃত্তি পছন্দ করে। জানো, আজ একই ভাবে একজন আমায় বেলি ফুলে গাঁথা মালা পাঠিয়েছে। সাথে একটি চিরকূট। খুলে দেখি নি। আমি জানি
ওতে কি লেখা আছে।
-তোমার খোঁপা নেই, জানি। তোমার ওই হাতখানিতে এমন করে জড়িয়ে রেখ।
এই আমি ছুঁয়ে দিলাম।
এমন করেই থাকবো সদা তোমার কাছে,
খুব কাছে।
©somewhere in net ltd.