![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাউন্ডুলেদের বাড়ি থাকতে নেই।
.
পথের মাঝে বাড়ি তাদের
.
পথের মাঝে ঘর
ইচ্ছে হলেই বেরিয়ে পরে
.
ঘুরছে জীবনভর।
.
পথের দাবী নিশিকাব্যে
.
ধূসর মেঘে নিষাদ অনন্তর,
.
পথের দাবী অনুরণে
.
অলক্ষ্য আজ বিষাদ প্রান্তর।
.
মাঝে মাঝে প্রশ্ন জাগে
.
খুঁজে ফিরি উত্তর
.
মাঝে মাঝে
.
বাস তোমার মাঝে
.
নিভৃতে নিরন্তর।
©somewhere in net ltd.