![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটা
বেঞ্চের এক পাশে থাকতো বসে
।
একলা ভাবুক ভাবতে ভালবাসে।
।
উদাস মনে দেখতো যাওয়া আসা
।
মনের পরে মনের স্বপ্ন ভাসা
।
জানতো না সে একটি মেয়ে আছে
।
অগোছালো চঞ্চলতায় ঢাকা
।
ক্লাসে শেষে ছুটির ঘন্টাতে
।
তন্ময়তায় রঙিন ঘুড়ি আঁকা।
।
নীলকমলে আটকে থাকা নেশায়
।
দেখতো সে ভাবুক ছেলেটাকে
।
ভাবতো তার ভাবনা ভঙ্গ হবে
।
নিরবতায় স্বপ্ন কথা কবে।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯
মি অপরাহ্ন বলেছেন: ধন্যবাদ।চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৪
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: খুব সুন্দর লিখছেন, শুভেচ্ছা নিবেন ... আরো চাই!