| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিঃ সালাউদদীন
আমি জন্ম সূত্রে বাংগালী, বাংলা আমার মায়ের ভাষা, যে ভাষাকে রাষ্ট্রীয় সম্মান দিতে পাকিস্তানী বর্বর সেনাদের হাতে শাহাদাত বরণ করেছেন সালাম রফিক বরকত জব্বার সহ হাজার হাজার ভাষা প্রিয় বাংগালী । আমি বাংগালী, বাংলা আমার জন্মভূমি বাংলাদেশ, যে দেশকে স্বাধীন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানী বর্বর সেনাদের হাতে শাহাদাত বরণ করেছেন আরো ত্রিশ লক্ষ স্বাধীনচেতা বাংগালী পুরুষ এবং নারী, বীরাঙ্গনা হয়েছেন আরো হাজার হাজার মা বোন । বাংলাদেশ আমার গর্ব, বাংলাদেশ আমার অহংকার ।
সম্ভবত আপনি আমাদের সমাজের সব কিছু নিয়ে ভাবেন, আপনি দেখেছেন কি, বৃদ্ধ পিতা তার আইবুড়ো মেয়েকে যে কোন বয়সী পুরুষের সাথে বিয়ে তার পৃত্যি কর্তব্য শেষ করতে চান, বা সংসারের বাড়তি খরচ থেকে মুক্তি পেতে চান ? অথবা অভাবী সংসারের খরচ চালাতে বা সংসারের খরচ বহন করতে আগ্রহী এমন একজন দাদা বয়সী বৃধ্যের সাথে তার ষোড়শী কন্যাকে বিয়ে দিয়ে তার অক্ষম বয়শের যবনিকা টানতে চান ? আমি বাংলা গ্রামের ছেলে, আমি দেখেছি, হায় সে-কি কষ্ট ? যা দেখে হৃদয় কেপে উঠে, পারতাম তো নিজের রক্ত বিক্রি করে একটু সহানুভূতির হাত বাড়াতাম ।
আপনি মা বোন অথবা কন্যা যা-ই হোন না কেন স্বাগত জানাই আপনার মহানুভবতার জন্য, উন্নয়নশীল চিন্তা ধারার জন্য ! ভাল থাকুন, সুখে থাকুন এবং যেখানেই থাকেন না কেন সাবধানে থাকবেন । 
©somewhere in net ltd.