![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাল্পনিকতা পছন্দ করিনা, আমি বাস্তবতাকে খুব বেশি পছন্দ করি
কিছু জীবন মরুভূমির বালুচরে মতো হয়ে থাকে। পানি নেই, আশেপাশে কোন মানুষ নেই, গাছ নেই, ছায়া নেই, স্বাভাবিক ভাবে বেঁচে থাকার জন্য কোন পরিস্থিতি নেই, শুধুই শুন্যতা বিরাজ করে। চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। সেই জীবনের মানুষটির ভিতরও সেই রকমই হয়ে থাকে। এসবের পরও তাঁর সব চাইতে বেশি কস্ট হলো এটাই যে, তাঁর দুঃখের কথা বুঝার মতো কেউ নেই, এমনকি শুনার মতোও না । সেই সব মানুষের বেশি ভাগই আসল পরিচয় হলো- আড়াল প্রিয় ও উজ্জ্বলময় মুখের হাসি। এ ধরনের মানুষকে এতো সহজে বুঝা বা চেনা এতো সহজ কাজ নয়। বুজতে বা চিনতে হলে তাকে সেই ধরনের পথের পথিক হতে হবে।
©somewhere in net ltd.