![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাল্পনিকতা পছন্দ করিনা, আমি বাস্তবতাকে খুব বেশি পছন্দ করি
কেন বাড়িয়ে ছিলে, বন্ধুত্বের এ হাত,
আর কেনই বা চলে গেলে আজ।
কারনে বা অকারণে, হয়তো স্বার্থে-বিনাস্বার্থে
মনের মাঝে পূর্ণতা বিরাজ করিয়ে, নেই তুমি আজ।
হঠাৎ করে এসে তুমি, দূরে চলে গেলে,
ফেরাব না তোমায় আমি, বলব না কেনো সড়ে গেলে।
কথার আনাগোনার স্মৃতি, রয়েছে মনে পাজরে
যখনি ভাবি তোমার কথা, হয়ে থাকি আনমনে।
বুঝবে না তুমি আমাকে, বলব না আমিও কিছু ,
আমি যেমন আছি তেমনই থাকবো,
বুকের চাপানো কিছু কষ্ট, অনবরতই লুকিয়ে রাখবো।
©somewhere in net ltd.