নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তব জীবন

আমার জীবনটা একদম ভাঙাচুড়া, এ বন থেকে আমার তেম কোন চাওয়া পাওয়া নেই, নিজের চিন্তা করলে আমি বেশি ক্ষতিগ্রস্থ হই তাই আমি নিজেকে টিকিয়ে রাখি সাধারণ মানুষের কথা চিন্তা-ভাবনা করে, এবং অসয়মানুষের জন্য কিছু একটা করতে আমার মন সম সময় ব্যকুলতায় থাকে, শুধু পারিনা নি

এম এস ডি সাগর

আমি কাল্পনিকতা পছন্দ করিনা, আমি বাস্তবতাকে খুব বেশি পছন্দ করি

এম এস ডি সাগর › বিস্তারিত পোস্টঃ

বাস্তব কিছু ভালোবাসা

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ভালোবাসা ঃ বাস্তব জীবনে সবই হওয়া সম্ভব,বাস্তব এই কঠিন জীবনে সবই মেনে নিতে হয়, না মেনে নেওয়া ছাড়া কোন উপায় নেই। আবার দেখা যায় সব কিছু মেনে নেওয়াও সম্ভব হয় না কেননা এখনো মানুষ ভালোবাসার জন্য অনেক কিছু করে থাকে। কেউ পায় আবার কেউ পায় না। কিন্তু যারা পায় সেটা যদি না পাওয়ার মতো হয়ে যায় তাহলে সেটা প্রথমেই না পাওয়ার চাইতে আরো বেশি কষ্টের। যে মানুষটি জীবনের সব কিছু ভালোবাসার জন্য জলাঞ্জলি দিয়ে সেই ভালোবাসার মানুষটিকে পায় তখনো যেন তার মনে অনেক চাওয়া পাওয়া থেকে যায়। আর যে বেশি ভালোবাসতে পারে তার অবশ্যই একটু চাওয়া-পাওয়াও বেশি থাকতে পারে। আর সেই চাওয়া-পাওয়াটাও আবার বেশি কিছু না, সেটা হলো সেই ভালোবাসার মানুষটির কাছ থেকে সব কিছু উজাড় করে তার কাছ থেকে ভালোবাসা পাওয়া। কিন্তু সবচাইতে কঠিন বাস্তব হলো বিয়ে আগে একরকম হয় আর বিয়ে পরে আরেক রকম, সব কিছু যেন সাথে সাথে পাল্টে যায় । এই পাল্টে যাওয়া পরেও আরেকটি সমস্যা হচ্ছে সেই ভালোবাসার মানুষটির মনের ভাষা বুঝতে না পারা। তাকে অনেক ভাবে অবহেলায় জড়-জড়িত হতে হয় হয়তো সেই মানুষটি তাকে ইচ্ছে করে এসব করে না কিন্তু সেটা হয়ে যায় মনের অজান্তেই অবুঝ ভাবে। আবার দেখা যায় সে বেশি ভালোবাসার জন্য সে সেটার দুর্ভলতার সুযোগ নেয় যার কারণে দেখা যায় অনেক কথা শুনতে হয়, অনেক কিছু করতে হয় ইত্যাদি কিন্তু সেগুলা হয়তো যে মানুষটি ভালোবাসে তার কাছে অনেকটাই অপছন্দনিয়। কিছু বলতে গেলেও দেখা যায় সে কথার দাম থাকে না। এমনো কখনো হয় একটি কথা বললে আরো কয়েকটি কথা শুনতে হয়। এরকম অনেক রকম কিছু জিনিস আছে যা হয়ে থাকে কিন্তু সেগুলা হয়তো অনেকের কাছেই স্বাভাবিক হলেও কিন্তু যে ব্যক্তি ভালোবাসে তার কাছে অনেকটাই অস্বাভাবিক কারণ সে মানুষটি শুধু চায় তার সেই সব কিছু উজাড় করে দেওয়া ভালোবাসা পাওয়ার জন্য সেটা সে পায়না আর না পাওয়ার কারণে তার বুকের ভিতর অনেক কষ্ট চাপা থাকে এর মধ্যে যদি নানা রকম খুটি নাটি সমস্যা থেকেই থাকে তাহলে তার কাছে অস্বাভাবিক লাগারি কথা। সেই ব্যক্তিটি যদি সেই ভালোবাসা পেয়ে থাকতো তার সেই শূণ্য হৃদয়টা পূরণ হতো তাহলো হয়তো আরো যতো বড় খুটিনাটি সমস্যা হক না কেন, সেগুলা কোন সমস্যাই হতো না। এ পৃথিবীর মধ্যে এরকমি হয় যে বেশি ভালোবাসে তার শূণ্য হৃদয় কখনো পূরণ হয়না, তার অনেক কষ্ট নিরবে সয়ে যেতে হয়। এ কষ্টের কোন শেষ নেই আর এ শূণ্যতা পূরন করবারও কেউ নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.