![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাল্পনিকতা পছন্দ করিনা, আমি বাস্তবতাকে খুব বেশি পছন্দ করি
বাজার, শপিং মল ও খাদ্যের স্থানে অনেক মানুষের সমাহার হয়ে থাকে আর ওইসব স্থানে অনেক জায়গায় দেখা যায় অনেক কিছু, এর মধ্যে অন্যতম হচ্ছে কিছু সংখ্যা অসহায় ফুটফুটে ছোট বাচ্ছাদের মুখ। কি নিষ্পাপ শিশুগুলো শত শত মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করচ্ছে আর এসবের পিছনে রয়েছে:- সন্তানের মমতাময়ী মা। আসলেই কি এরা এই অসহায় ফুটফুটে নিষ্পাপ শিশুদের মমতাময়ী মা ? নাকি অন্যকিছু ? এসব দেখে আমার মনে অনেক প্রশ্ন জাগে, নিজের কাছে উত্তর খুজে বেড়াই সব সময়, কিন্তু সন্তুষ্টজনক কোন উত্তর পাইনা। এসব শিশুদের ভবিষ্যৎ কি আছে, তাদের মায়েরা তাদের ভবিষ্যৎতের কথা চিন্তা করচ্ছে, নাকি তারা সাময়িক পর্যবেক্ষন করচ্ছে। এই শিশুদের সুন্দর মুখগুলো যখন আমার কাছে বা অন্যের কাছে হাত পেতে সাহায্য চায় তখন এই বাচ্চাগুলো মুখ দেখে কার না মায়া লাগে আর কে বা না দিয়ে তাদেরকে থাকতে পারে। এই মায়া, ভালো লাগার এগুলাকে কি এইসব শিশুদের মা’রা কি সুযোগ নিচ্ছে কি ভালো ইনকাম করা জন্য, নাকি অন্যকিছু ? যে শিশুগুলো মায়ের আদর স্নেহের মধ্যে থাকার কথা, পড়াশুনার করার কথা এইসব শিশুদের নিয়ে মা’রা এসব কি করচ্ছে ? তাদের মাতৃবোধ বলতে কিছু নেই ? এই শিশুগুলোর হয়তো জন্মের অনেক কারণ হতে পারে তাই বলে এই শিশুদের কি দোষ যে তাদের এই অবুঝ বয়সে এতো নিম্নতরের কাজ করতে হবে ? এসব বিষয় তো আর কারো না হলেও আমরা সাধারণ মানুষ ও সমাজ এসব বিষয় খতিয়ে দেখা উচিৎ। শিশুরা যদি আগামী দিনের প্রজন্ম হয়ে থাকে তাহলে তারাও তো শিশু। এভাবে চলতে থাকলে আস্তে আস্তে ওই আগামী দিন গুলো অনেক নিম্নতর হয়ে যাবে, হয়তো আগামী দিনগুলো বেশির ভাগ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে।
©somewhere in net ltd.