নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তব জীবন

আমার জীবনটা একদম ভাঙাচুড়া, এ বন থেকে আমার তেম কোন চাওয়া পাওয়া নেই, নিজের চিন্তা করলে আমি বেশি ক্ষতিগ্রস্থ হই তাই আমি নিজেকে টিকিয়ে রাখি সাধারণ মানুষের কথা চিন্তা-ভাবনা করে, এবং অসয়মানুষের জন্য কিছু একটা করতে আমার মন সম সময় ব্যকুলতায় থাকে, শুধু পারিনা নি

এম এস ডি সাগর

আমি কাল্পনিকতা পছন্দ করিনা, আমি বাস্তবতাকে খুব বেশি পছন্দ করি

এম এস ডি সাগর › বিস্তারিত পোস্টঃ

নিজেকে পরিবর্তন

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

সব মানুষই নিজেকে সুন্দর করে সাজিয়ে, গুছিয়ে পরিবর্তন করার চেষ্টা করে। মুখে, পোষাকে-আষাকে ইত্যাদে পরিচর্যা করে। কিন্তু এতে কোন লাভ হয়, বা হবেও না, যে যেমন দেখতে তাকে দেকতেই সেইরকম লাগবে, কেননা মনটা তো মনের মতো নয়! মাটির দেহ মাটিই খাবে এ কথা অনেকেই মনে রাখে না। পরিবর্তন করতে হলে নিজের মনটাকে পরিবর্তন করতে হবে, সাজাতে আমাদের চারিপাশ, সমাজ ও দেশকে, গুছিয়ে আনতে হবে আমাদের সকল অপকর্মকে নিঃশেষ করে । আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ আছে। তাদের চিৎকার কেউ শুনে না এক মাত্র আল্লাহ ছাড়া। কিন্ত আমরাও তো সেই আল্লাহ শ্রেষ্ঠ বান্দা, আমরা এই শ্রেষ্ঠত্ব কোথায় নিয়ে দাড় করিয়িছে কেউ বলতে পারেনা ? আসলে আমাদের মধ্যে অনেক মনুষ্যত্বতের অভাব । যার কারণে আমরা চোখ থেকে দেখেনা, হাত থাকতেও সেটা ভালো কাজে ব্যবহার করি না। মুখে ভাষা থাকলেও সে ভাষা সাধারণ মানুষের জন্য কথা বলে না। এভাবে এই পৃথিবীর মানুষগুলো কোথায় গিয়ে পৌঁছাছে আজো তারা ভালো করে বলতে পারছে না। নিজের মুখ-শরীর, পোষাকে-আষাকে পরিবর্তন করে নয় নিজের বুকের ভিতর সেই ভালো একটি ঘুমন্ত মানুষটি জাগরত করে তুলতে হবে, সবাই সেই ভালো মানুষটি প্রতিভার আগুনে জ্বলে উঠতে হবে, চিৎকার করে বলতে হবে ....... আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জীব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১২

কসমিক- ট্রাভেলার বলেছেন:






মানুষ আলোকিত হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, জীবনের লক্ষ্য পরিস্কার হোক। সততা ও দক্ষতার সমন্বয় হোক । সৃজনশীলতা ও কল্যাণচিন্তায় মেধা বিকশিত হোক। ধনী গরীবের বৈষম্যমুক্ত সমঅধিকার নিশ্চিত হোক, সবার স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত হোক।


সত্যিকারের চেতনা জাগ্রত হোক, অবিদ্যা ও কুসংস্কার দূর হোক। অন্যায় অবিচার, অমানবিকতা,দূষণ, ভেজাল ও দুর্নীতির কালো দরজা বন্ধ হোক। সাহসী পদক্ষেপ, ত্যাগ আর সত্যের দৃঢ়তায় জীবন কর্মময় হোক। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রকৃতিবাদী জনদরদী সমাজ প্রতিষ্ঠিত হোক।


স্বধর্মচর্চা ও সাধনায় জীবন শুদ্ধ হোক। শিষ্টাচার, সুবচন ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক। আবেগ,মমতা,প্রেম-ভালবাসার সিক্ততায় সুখী হোক সবার পরিবার। সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন। স্বাভাবিক মৃত্যুতে সবার আত্বা প্রশান্তচিত্তে ফিরে যাক তার আপন ঠিকানায়।




২| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

এম এস ডি সাগর বলেছেন: ভাইয়া খুব অসাধারন বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.