![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাল্পনিকতা পছন্দ করিনা, আমি বাস্তবতাকে খুব বেশি পছন্দ করি
হৃদয় আজ আমার অনেক ক্ষিন্ন, মরুভূমির মতো শুকনো.
স্মৃতি আজো করছে তাড়া, হতাশায় আমার কাটচ্ছে বেলা।
ভাবনার মূখরে, কষ্টের যাতনায়, যাচ্ছে জীবন অস্বাভাবিকতায়
আজো আছি আমি বেঁচে যেনো, কিসের আশায় ?
হয়তো আমার শেষ নিঃশ্বাস যাবে, একটু সুখের ছোঁয়ায়।
আছি যতোদিন এ অন্ধকার পৃথিবীতে বেঁচে, তবুও সেই আশায় আছি প্রতিক্ষণে
জানে নাতো কেউ এ ব্যাপারে, সব’ই জানে, সব’ই বুজে শুধু একজন’ই
তিনি হলেন ,এই সবকিছুরই ব্যাপারী।
©somewhere in net ltd.