নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তব জীবন

আমার জীবনটা একদম ভাঙাচুড়া, এ বন থেকে আমার তেম কোন চাওয়া পাওয়া নেই, নিজের চিন্তা করলে আমি বেশি ক্ষতিগ্রস্থ হই তাই আমি নিজেকে টিকিয়ে রাখি সাধারণ মানুষের কথা চিন্তা-ভাবনা করে, এবং অসয়মানুষের জন্য কিছু একটা করতে আমার মন সম সময় ব্যকুলতায় থাকে, শুধু পারিনা নি

এম এস ডি সাগর

আমি কাল্পনিকতা পছন্দ করিনা, আমি বাস্তবতাকে খুব বেশি পছন্দ করি

এম এস ডি সাগর › বিস্তারিত পোস্টঃ

মিথ্যেবাদীদের শাসনে এ দেশ কখনো চলতে পারেনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

আগামী নতুন বছরের প্রথম মাসের জানুয়ারীতে বাড়তে যাচ্ছে গ্যাস ও বিদ্যুৎ বিল, বাড়তিটা হচ্ছে দ্বিগুন। এটা প্রথম নয়, এই সরকার অবস্থানরত অবস্থায় অনবরত প্রতি বছর খাদ্য থেকে শুরু করে তেল, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি বাড়তেই চলেছে। এই দাম বৃদ্ধির পরিসমাপ্তির কিছু না থাকলেও, কিছু দিন সময় সাময়িক স্থগিত থাকারও গতি পথ হারা। এভাবে বিশ্বের কোন দেশ চলতে পারেনা। শুধু মাত্র আমাদের দেশে সব কিছু সম্ভব বলেই, সব কিছু হচ্ছে, আর যেমন তেমন ভাবে দেশ চলছে। আমাদের দেশ চলতে পারার মাঝে অনেক কারণ রয়েছে। যে দেশের যুব সমাজের ও দেশের সাধারণ জনগণের নৈতিকতা, মনুষ্যত্ববোধ নেই, হাতিয়ার হিসেবে হাত নেই, মুখ নেই, যে নারীই দেশ শাসন করচ্ছে, সে দেশে নারীর সংখ্যা এমনিতেই বেশি তার মাঝে আবার যদি সকল পুরুষ জাতী নারীর প্রাধান্য পায় সে দেশ চলবেই, সে দেশে শত সমস্যা থাকলেও কোন সমস্যা হয় না। একটি দেশের সরকার পরিচালিত হয়ে থাকে জনগণের টাকায়। সেই জনগনের টাকার কোন হিসেব না দিয়ে শুধু নানান ইস্যুর মাধ্যমে টাকা নিতেই থাকে, সেটাতো ডাকাতি ছাড়া আর কিছু হতে পারে না। সরকার প্রথম থেকেই উন্নয়েনের দিক শুধু তুলে ধরে যাচ্ছে, কোন কাজেই উনার ব্যার্থা আছে না বললেই চলে। আসলে কথা হলো যে চুরি করে সে নিজের কথা কিভাবে বলবে যে সে চুরি করে। সেটা তো চুরি হবার পর কিছুটা বুঝা যায়। সেই শুরু থেকে এখন পর্যন্ত শুনে আসছি যে বিদ্যুৎ ০০০০ এতো মেগওয়ার্ড উন্নয়ন করেছেন, এই সব, সেই সব করছেন, কিন্তু জাতীয় সম্পদের এতো উন্নয়ন হয়ে থাকলে দাম বৃদ্ধির বাড়ার তো কোন প্রশ্নই আসে না। বরং আরো কমার কথা। আমাদের বাংলাদেশে দেশে কয় লক্ষ চুলা আছে ? যার কারণে বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে ? আমাদের দেশে ৬৪টি জেলার মাঝে কয়েকটা টাউন ছাড়া ছাড়াতো সব বেশি অংশই গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চলে তো গ্যাসের চুলা ব্যবহিত হয় না। এই বৃদ্ধির পর কোটি কোটি টাকা কোথায় যাবে ? বিদ্যুৎ এর কথা তো আমরা সবাই জানি যে আমাদের সরকার বিদ্যুৎ এর প্রতি কি পরিমান উন্নয়ন করেছেন, তারপরও কেন বিদ্যুৎ এর দাম বৃদ্ধি হবে ? যে উন্নয়ন হয়েছে সেগুলো দিয়ে তো আরো নতুন সংযোগ দেওয়া যায়। আর যেখানে বিদ্যুৎ সংযোগ হওয়ার কথা সেখানে বালু,সিমেন্ট ও টাইস এর মধ্যে উন্নয়নের নাম লিখে উদ্বোধন করেই শেষ। সে জায়গাগুলো শুধু খুটি দাঁড় করানো হয়েছে কিন্তু বিদ্যুৎ এই ৭/৮ বছরের এখনো সংযোগ দেওয়া হয়নি। তাহলে বিনা কারণে এই প্রতি বছর বিদ্যুৎ বিল বৃদ্ধির টাকা গুলো কোথায় যাচ্ছে ? দেশের মানুষের কি এতই বুদ্ধিসত্বার লোপ পেয়েছে নাকি ? এর আগে এই সরকার পদ্মা সেতু নিজেই করবেন বলে দেশের মানুষের কাছে সাহায্য চেয়ে অনুদান চেয়েছেন সেখানে সারা বাংলাদেশে মাত্র ৩.৫/৪ লক্ষ টাকা উঠেছে মাত্র। এই ব্যাপারটা কিন্তু ১০০% সত্য ব্যাপারটা যদি হাস্যকর। এখন বাংলাদেশের মানুষ জানে ছোর কে ? সব জিনিসের একটা মাপ বা সীমাবদ্ধ থাকা উচিত কিন্তু এই সরকারের কিছুই, কারণ সীমালগ্নকারী কিছুই থাকেনা। কিন্তু সামান্য একটু ভুলের কারণে আজ দেশের সাধারণ-অসহায় মানুষ ভুক্তভূগী, কিছু করারও নেই এখন শুধু মাত্র আগের নির্বাচনের সময় আওয়ামীলীগের নির্বাচনীর জয়ে হওয়ার যে স্বপ্ন দেখিয়েছিলো । সেই স্বপ্ন আজ স্বপ্নই থেকে গেলো। যে মিথ্যা কথা বলে সে গুনাগার, আর ২/৩ হজ্ব করেও যদি এসে সে মিথ্যা কথা বলে আরো বেশি গুনাগার এইরকম মিথ্যেবাদীর কখনো ক্ষমা হয় না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ দেশের সাধারণ-অসহায় মানুষ ভুক্তভূগী, কিছু করারও নেই এখন শুধু মাত্র আগের নির্বাচনের সময় আওয়ামীলীগের নির্বাচনীর জয়ে হওয়ার যে স্বপ্ন দেখিয়েছিলো । সেই স্বপ্ন আজ স্বপ্নই থেকে গেলো। যে মিথ্যা কথা বলে সে গুনাগার, আর ২/৩ হজ্ব করেও যদি এসে সে মিথ্যা কথা বলে আরো বেশি গুনাগার এইরকম মিথ্যেবাদীর কখনো ক্ষমা হয় না।

ঠিক বলেছেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

এম এস ডি সাগর বলেছেন: সহমত হবার জন্য ধন্যবাদ

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

খেলাঘর বলেছেন:


" যে মিথ্যা কথা বলে সে গুনাগার, আর ২/৩ হজ্ব করেও যদি এসে সে মিথ্যা কথা বলে আরো বেশি গুনাগার এইরকম মিথ্যেবাদীর কখনো ক্ষমা হয় না। "

-আপনি সরকারের ব্যবসা ও দুর্নীতির ভেতরে গুণাহ পুনাহ নিয়ে এসেছেন; আপনি বেকুব ধরণের প্রতিবাদী; শেখ হাসিনা ও খালেদা জিয়া আপনাদের মতো ভেঁড়া প্রতিবাদীদের কারনে টিকে থাকে ও আপনাদের ছামড়া থেকে ব্যাগ তৈরি করে।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

এম এস ডি সাগর বলেছেন: আমার মনে হয় আপনি পুরো লিখাটার অর্থ বুজতে পারেন নাই, এখানে তাদের কিছু কথা জবান তুলে ধরা হয়েছে। প্রতিবাদিরা বেকুব না অত্যাচার সহ্য করে হাতে চুরি পরে বসে থাকে সে বেকুব ? আমার চামড়া কারো সম্পত্তি নয় ও সস্তাও নয়। এ বিষয় আমি বেশি কিছু বলতে চাচ্ছি না.।.।।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫১

ক্ষতিগ্রস্থ বলেছেন: মিথ্যেবাদীদের শাসনে এ দেশ কখনো চলতে পারেনা

কিন্তু চলছে, চলবে. আমরা যেমন থার্ডক্লাস জনগণ, তেমনি থার্ডক্লাস তার রাজনীতি, রাজনীতিক ও শাসক হবে, বিচিত্র কি! মিথ্যাবাদী, সুবাধাবাদী ও থার্ডক্লাস জনগণের শাসন তেমনই হবে. অতএব চলবেই...

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

এম এস ডি সাগর বলেছেন: চলবে বলেই তো এখানে শেষ নয়, সব কিছুর একটা সীমাবদ্ধ থাকা উচিত বলে, আমি মনে করি

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩

তিক্তভাষী বলেছেন: শুধু এদেশ নয়, মিথ্যেবাদীদের শাসনেই চলছে সারা দুনিয়া। সেটা স্মরণাতীত কাল হতেই। হয়তো দু'একটা ব্যতিক্রম থাকতে পারে।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

এম এস ডি সাগর বলেছেন: মিথ্যেবাদীদের শাসনেই চলছে সারা দুনিয়া তাহলে ঠিক আছে, তাহলে আমাদের দেশ সব দেশের সাথে টক্কর দিয়ে চলতে পারচ্ছে না কেনো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.