নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তব জীবন

আমার জীবনটা একদম ভাঙাচুড়া, এ বন থেকে আমার তেম কোন চাওয়া পাওয়া নেই, নিজের চিন্তা করলে আমি বেশি ক্ষতিগ্রস্থ হই তাই আমি নিজেকে টিকিয়ে রাখি সাধারণ মানুষের কথা চিন্তা-ভাবনা করে, এবং অসয়মানুষের জন্য কিছু একটা করতে আমার মন সম সময় ব্যকুলতায় থাকে, শুধু পারিনা নি

এম এস ডি সাগর

আমি কাল্পনিকতা পছন্দ করিনা, আমি বাস্তবতাকে খুব বেশি পছন্দ করি

এম এস ডি সাগর › বিস্তারিত পোস্টঃ

কুয়াশার জীবন

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

হাটার সময় রাতের বেলা কুয়াশা দেখে ভাবনায় পড়ে গেলাম। এই কুয়াশাকে দুই ভাগে ভাগ করে নিলাম। একটা ঋতু পরিবর্তনের কুয়াশা আরেকটা মানুষের জীবনের কুয়াশা। কুয়াশার সাথে মানুষের জীবনের মিল ও জড়িয়ে আছে। প্রাধান্য দিলাম মানুষের জীবনের কুয়াশাকে। বাহ্যিক কুয়াশায় রাস্তা ঘাট সব কিছুই অন্ধকার করে ফেলে কিন্ত সেটা সময় সাময়িক আর মানুষের জীবনের কুয়াশা সেটাও সব কিছু অন্ধকার করে দেয় কিন্তু সেটা দীর্ঘায়ীত। জীবনের সে কুয়াশাটা অন্ধকার করে বেগোবান পথটিকে গতিরোধ করে দেয়। শত চেস্টা করেও সেটা কাটানো সম্ভব হয়না। আশায় আশায় তাকে সেই কুয়াশা ডাকা অন্ধকারের মাঝেই হাটতে হয়, যদি কোন আলো পাওয়া যায়! এভাবেই তাকে জীবন রচনায় - ভুমিকা, বনর্না ছাড়াই রচনা লিখতে হয়, শুধু মাত্র উপসংহারের খুজে। এটাই হয়তো কুয়াশা আবরনের জীবনের একটি ক্ষেত্র।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

কলমের কালি শেষ বলেছেন: কুয়াশাময় জীবন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.