![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাল্পনিকতা পছন্দ করিনা, আমি বাস্তবতাকে খুব বেশি পছন্দ করি
হে মাটি তুমি, মানব তৈরীতে করেছিলে যত চিৎকার
তুমি ভাল করে জানতে মানব হবে না, প্রকৃত মানবতার
তোমার চিৎকারের কথা আজো কেউ শুনে না,
বুঝে না তো কেহ মানবহীনতায়,
কি ছিল সেই চিৎকারে মূল্যতায়।
মানবতা বলে কিছু যে নেই এই পৃথিবীতে,
আছে শুধু নাম কামানো, ব্যবসা আর যত ধান্দায়।
হে মাটি তুমি আর কত চেয়ে চেয়ে দেকবে,
আর কত সহ্য করবে এই মানবতাহীন মানব কার্যকরিতায়।
অসহায় মানুষ চোখের পানি ফেলে তোমার পায়ের তরে
নাও তুমি আবার তোমার সাথে সবাইকে মিশিয়ে
পৃথিবীকে মুছে দিয়ে, পাপীদের ধ্বংস করে,
নিয়ে দাড় করাও সবাইকে হাসরের ময়দানে
অন্তত অসহায় মানুষগুলো মুক্তি পাক আগামী কষ্ট থেকে ।
©somewhere in net ltd.