নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুছাফির

ভাবের মানুষ। অন্ধকারে আলো খঁজিয়া বেড়াই।

মুছাফির › বিস্তারিত পোস্টঃ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও আমাদের ভবিষ্যৎ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

"দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে সন্ত্রাস ও আমাদের ভবিষ্যৎ"



এব্যাপারে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করুন। কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয় গুলোকে সস্ত্রাসমুক্ত করতে পারি এবং একটি সুন্দর শান্তিপূর্ণ দেশ গড়তে পারি?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১

বিষক্ষয় বলেছেন: ভাইজান, পাবলিক বিশ্ববিদ্যালয় নি্যা না ভাইবা পুরা দেশ নিয়া ভাবেন। সারা দেশ জুড়ে খুন খারাবি, গুম, ছিনতাই লুট হলে পাবলিক বিশ্ববিদ্যালয়েও এসব হবে। আর এসবের মুলে হলো দেশে আইনের শাসন নেই। যে দেশে ক্ষমতাশীনরা গায়ের জোরে ভোট লুটে ক্ষমতায় থাকতে চায় বা জলপাইয়েরা বুটের তলায় পিশে ক্ষমতা দখল করে, সে দেশে ন্যায় বিচার বা আইনের শাসন প্রতিস্ঠত হবে না। তাই আগে দেশের মাথা ঠিক করতে হবে, তার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ছোটোখাটো জিনিস নিজে নিজেই ঠিক হয়ে যাবে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

মুছাফির বলেছেন: মুছাফির বলেছেন: বিষক্ষয় ভাই ঠিকই বলেছেন। কিন্তু আরেকটি ব্যাপার হলো, রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রেদের সম্পূর্ন আলাদা করতে হবে। করণ, ভবিষ্যৎ রাজনৈতিক শৃঙ্খলা কিন্তু তাদের উপর নির্ভর করছে। বর্তমানটা যেহেতু আমরা ধ্বংশ করছি, ভবিষ্যৎ যেন আমরা বাঁচাতে পারি।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৭

অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: টপিকটা অনেক গভীর । এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ঢাবিতে পড়ার সুবাদে এবং মধ্যবিত্ত ঘরের সন্তান হওয়ায় ভার্সিটি জীবন হলেই কাটাই । এ ব্যপারে আমার কিছু আত্নউপলব্ধি:
1. একটা ব্যাপার মাথায় রাখতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের প্রত্যন্ত এলাকা থেকেও ছাত্ররা পড়তে আসে । এদের যারা হলে থাকে তাদের বেশিরভাগেরই হল থাকার একমাত্র জায়গা। এ অবস্থায় তাদের আপনি যাই করতে বলেন তারা সেটাই করতে বাধ্য । এই সুযোগটাই পলিটিক্যাল লোকজন নিয়ে থাকে। আর যারা প্রথমে কিছুই বুঝে না তাদেরই টার্গেট করা হয় । ক্ষমতা অনেক খারাপ জিনিস আর সেটা যদি হ্য় জীবনে প্রথম তাহলে তো কথাই নেই । তবে এখন হলগুলোর পরিবেশ অনেক ভালো ।
2.আরেকটা ব্যপার হচ্ছে পাবলিক ভার্সিটিতে স্টুডেন্ট অনেক । সেখানে সবাই দুধে ধোয়া তুলসী পাতা হবে এমনটা ভাবা হাস্যকর । আমার অভিগ্জতায় দেখেছি খুব কম সংখ্যক ছেলেপেলেই নোংরা কাজের সাথে জড়িত। কিন্তু অনাকাঙ্খিত কিছু ঘটলে গনহারে ভার্সিটির দুর্নাম হয় ।
3.শেষে আরেকটা কথা না বললেই না, বেশিরভাগ সমস্যার মূল হচ্ছে সব ছাত্রদের অধিকার সমান না। যারা পলিটিক্স করবে তারা সুবিধাভোগী এই কালচারের পরিবর্তন হলেই সমস্যার সমাধান সম্ভব ।এই ব্যপারটা স্পষ্ট হবে যদি আমি IBA এর ব্যপারটা সামনে আনি ।IBA মূল ভবন মধুর ক্যান্টিনের ঠিক পাশেই । কিন্তু এখন পর্যন্ত IBA নিয়ে কিছু শুনেছেন?? কারন একটাই, পলিটিক্স নেই আর IBA Hostel ক্যাম্পাসের বাইরে হওয়ায় সেখানেও কোন ঝামেলা নেই। হলে সীট পাওয়ার জন্য যেখানে আমাকে পলিটিক্যাল ভাইদের পেছন দৌড়াতে হয়েছিল সেখানে আমি শুধু একটি ভাইভা দিয়েই হোস্টেল এ সীট পাই।
সারমর্ম: পলিটিক্স আর ক্ষমতার অসম বন্টন এর জন্য দায়ী ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬

মুছাফির বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ...... অভ্র ভাষা হোক উন্মুক্ত

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

বিষক্ষয় বলেছেন: but কেউ কেউ কিন্তু রাজনীতি করার জন্যও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারে। আমি নিজেই ছাত্র রাজনীতি করার ইচছা নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলাম। কিন্তু ছাত্র রাজনীতি লেজুর ব্রত্তি দেখে এবং ছাত্র নেতাদের দূর্দশা দেখে পড়ালেখায় মন দেই। এবং যখন দেখলাম আমার বিশ্ববিদ্যালয়ের টিচার বা বড় সরকারি কর্মকর্তার ছেলে মেয়েরা দেশ থেকে চলে যায় আমিও পড়ালেখা শেষ করেই দেশ ছেড়ে দিলাম

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

মুছাফির বলেছেন: ঠিকই বলেছেন ভাই। বাংলাদেশে তো আমাদের দেশ না। আমরা হলাম এ দেশের অথিতি পাখি । তাই আমাদের চলে যাওয়াই উচিত। ..... বিষক্ষয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.